Ajker Patrika

আলোকিত হলো আশ্রয়ণ প্রকল্পের ১০০ বাড়ি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯: ১৩
আলোকিত হলো আশ্রয়ণ প্রকল্পের   ১০০ বাড়ি

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভোলাহাট জোনাল অফিসের উদ্যোগে মুজিবপল্লির ভূমিহীনদের ১০০ বাড়িতে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে চরধরমপুর আশ্রয়কেন্দ্রে পল্লী বিদ্যুতের শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ১০০ বাড়িতে এক সুইচে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোহসিন মৃধা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, ডিসি মো. আনিসুর রহমান, এনডিসি চন্দন কর, নাচোলের ইউএনও শরিফ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, ভোলাহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউসার আলম সরকার, উপজেলা প্রকৌশলী সাজেদুর ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম রেজাউল করিম, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান প্রমুখ।

মুজিবপল্লির ভূমিহীনদের ১০০ বাড়িতে ২২ লাখ টাকা ব্যয়ে সরকারিভাবে বিদ্যুৎ সংযোগের লাইন স্থাপন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত