Ajker Patrika

মুকসুদপুরে সাত দোকান পুড়ে ছাই

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৩: ২২
মুকসুদপুরে সাত দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জের মুকসুদপুরে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। গত শনিবার বিকেলে উপজেলার বানিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, শনিবার বিকেলে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওই সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

আগুনে বানিয়ারচর বাজারের মোবাইল ফোন, ওষুধ, সিমেন্ট, পাট ও শুঁটকির আড়ত, চায়ের দোকান, ফার্নিচারের দোকানসহ মোট ৭টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের খবর পেয়ে রাজৈর, মুকসুদপুর ও গোপালগঞ্জের ফায়ার সার্ভিস ও পুলিশ এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ, পৌর মেয়র অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী রাম মণ্ডল জানান, আগুনে তাঁদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁর দোকানের সব ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকার তাঁদের সাহায্য করলে তাঁরা আবার ব্যবসা শুরু করতে পারবেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম জানান, রাজৈর উপজেলার একটি ইউনিট, মুকসুদপুর উপজেলার দুটি ও গোপালগঞ্জের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত