Ajker Patrika

ওমিক্রন উৎকণ্ঠা বাড়াচ্ছে

সম্পাদকীয়
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৪: ১৪
ওমিক্রন উৎকণ্ঠা বাড়াচ্ছে

মানুষের জীবনে চরম অনিশ্চয়তা দেখা দেয়। প্রথমে ধারণা করা হয়েছিল, করোনার টিকা বা ওষুধ আবিষ্কার হলে এর গতি রোধ করা সম্ভব হবে। চিকিৎসাবিজ্ঞানীদের কয়েক মাসের নিরলস চেষ্টার পর টিকা আবিষ্কার হয়েছে, কিন্তু করোনা বশে আসছে না। ধরন বা রূপ বদলে করোনা এখনো মানুষের কাছে এক বড় আতঙ্ক হয়েই আছে। করোনার সর্বশেষ (এখন পর্যন্ত) ধরন ওমিক্রন নিয়ে এখন চলছে নানামুখী আলোচনা। এটা কতটা ভয়াবহ বা ক্ষতিকর, তা নিয়ে এখনো কোনো গ্রহণযোগ্য মতামত পাওয়া যায়নি বিশেষজ্ঞদের কাছ থেকে। বিভিন্ন গবেষণায় অবশ্য দেখা গেছে, করোনার অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রনে লোকজনের গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা অপেক্ষাকৃত কম। তবে সংক্রমণ বেশি হওয়ায় বিভিন্ন দেশের স্বাস্থ্যব্যবস্থা এরই মধ্যে চাপের মধ্যে পড়েছে।

গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, যাদের টিকা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে ওমিক্রনকে ডেলটার তুলনায় অপেক্ষাকৃত কম গুরুতর বলে মনে হয়। তবে এর মানে এই নয় যে এটিকে হালকা হিসেবে শ্রেণিবদ্ধ করা উচিত। আগের ভ্যারিয়েন্টগুলোর মতোই ওমিক্রনে আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে যাচ্ছে। এতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে।

বিভিন্ন দেশে করোনা সংক্রমণের হার আবার বাড়তে শুরু করেছে। এখন ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। যুক্তরাষ্ট্রে গত সোমবার এক দিনে নতুন করে ১০ লাখ ৮৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত সপ্তাহে বিশ্বব্যাপী কোভিড শনাক্তের সংখ্যা ৭১ শতাংশ বেড়েছে। আর আমেরিকা মহাদেশে সংক্রমণ বেড়েছে শতভাগ। সারা দুনিয়ায় গুরুতর আক্রান্ত রোগীদের ৯০ শতাংশেরই ভ্যাকসিন নেওয়া ছিল না।

আমাদের পাশের দেশ ভারতে ওমিক্রনে মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশেও ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণ এবং মৃত্যু একটু কমে আসায় মানুষ যখন প্রায় দুই বছরের উদ্বেগ শেষে একটু স্বস্তি বোধ করতে শুরু করে, তখনই আবার পাওয়া যাচ্ছে বিপদবার্তা। করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এটা করোনার নতুন ধরনের কারণে কি না, তা স্পষ্ট নয় এখনো। পরিস্থিতি অবনতির আশঙ্কায় কিছু পরিকল্পনার কথা জানানো হয়েছে। এগুলো হলো রেস্তোরাঁ, শপিং মল, বিমান ও ট্রেনে যাঁরা যাতায়াত করবেন, তাঁদের দ্বিতীয় ডোজ টিকা দিতে হবে। বুস্টার ডোজ দেওয়ার বয়স ৬০ বছরের চেয়ে কমানোর চিন্তাভাবনা চলছে, মাস্ক ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে সমাগম সীমিত রাখতে হবে। শিক্ষার্থীদের স্কুলে যেতে হলে কমপক্ষে এক ডোজ করোনার টিকা দেওয়া থাকতে হবে। লকডাউন দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত