Ajker Patrika

পাসের হারের তথ্য দিতে পারেনি জেলা শিক্ষা অফিস

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪: ০৭
পাসের হারের তথ্য দিতে পারেনি জেলা শিক্ষা অফিস

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। দুপুর নাগাদ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এই ফল প্রকাশ হয়। কিন্তু টাঙ্গাইলে রাত ৮টা পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পাসের হারের তথ্য দিতে পারেনি জেলা শিক্ষা অফিস। এদিকে দিনভর বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা জেলা শিক্ষা কর্মকর্তার অফিস থেকে তথ্য সংগ্রহ করতে না পেরে হতাশা প্রকাশ করেছেন। তাঁরা বলেন, ‘গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার ফলাফল সারা দিনেও দিতে পারেনি শিক্ষা অফিস। এই অফিস কী কাজ নিয়ে এত ব্যস্ত থাকে, সেটি জানা দরকার?’

সরেজমিন বিকেল সোয়া ৫টায় জেলা শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম একপাশে বসে রয়েছেন। তাঁর কাছে তথ্য চাওয়া হলে তিনি কোনো তথ্য দিতে পারেননি। তিনি বলেন, রেজাল্ট এখন পর্যন্ত প্রস্তুত করা সম্ভব হয়নি। এ সময় তিনি তাঁর অফিসের এক কর্মকর্তাকে দেখিয়ে তথ্য নিতে বলেন। বেশ কিছু সময় অপেক্ষা করলেও ওই কর্মকর্তার কাছ থেকে তথ্য পাওয়া যায়নি।

পরীক্ষায় পাসের হার জানতে অপেক্ষমাণ সাংবাদিকেরা বলেন, শুধু পরীক্ষার ফলাফলের তথ্যই নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেলা শিক্ষা অফিসারের কাছে পাওয়া যায় না। গত বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সুনির্দিষ্ট কোনো তথ্যও তিনি দিতে পারেননি। সেই সঙ্গে করোনাকালীন বাল্যবিবাহের তথ্য নিতে গেলেও সেখানে মনগড়া তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে।

সারা দিন পার হলেও কেন তথ্য দিতে পারছেন না—এমন প্রশ্নের কোনো সঠিক কারণ বলতে পারেননি জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম। তিনি বলেন, ‘আমরা কাজ করছি। কাজ শেষ হলেই দিয়ে দেব।’ তবে কখন দেবেন সে বিষয়ে কিছুই জানাননি তিনি।

রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করলেও তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শরিফুল ইসলাম বলেন, ‘শিক্ষা কর্মকর্তা এখন পর্যন্ত জেলার পাসের হারের তথ্য আমাদের দেননি। আমাদের কাছেও আলাদা করে পাসের তথ্য আসেনি। জেলা শিক্ষা কর্মকর্তাকে তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, গতকাল সকাল ১০টায় ঢাকা বোর্ডসহ দেশের আটটি বোর্ডে ফলাফল প্রকাশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত