Ajker Patrika

মালিকেরা খোঁজ নেন না পরিবহন শ্রমিকদের

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭: ৪৩
মালিকেরা খোঁজ নেন না পরিবহন শ্রমিকদের

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহেও টানা তৃতীয় দিনের মতো পালন করা হয়েছে পরিবহন ধর্মঘট। পরিবহন মালিক-শ্রমিকদের আকস্মিক ডাকা ধর্মঘটের কারণে গতকাল নগরীর মাসকান্দা, পাটগুদাম ব্রিজের মোড় ও কাঁচিঝুলি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

গণপরিবহন বন্ধ থাকায় গতকালও বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী ও শ্রমিকেরা। মালিকেরা শ্রমিকদের খোঁজও নেন না বলে অভিযোগ করেছেন তাঁরা।

স্থানীয় সূত্রে ও সরেজমিনে জানা গেছে, টানা তিন দিনের ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। গতকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে যোগ দিতে অফিসগামী চাকরিজীবীরা বিপাকে পড়েন। অনেকেই কয়েকগুণ বেশি ভাড়ায় মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে রওনা হন।

আবার কেউ কেউ ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরবাইকের মতো বিকল্প পরিবহনে ভেঙে ভেঙে গন্তব্যে ছুটে গেছেন। এ জন্য দুই থেকে তিন গুণের চেয়েও বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

এ বিষয়ে জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে পরিবহনের ভাড়া সমন্বয় করা না হলে কিংবা জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে ধর্মঘট চলবেই।

এদিকে ধর্মঘটের কারণে পরিবহন শ্রমিকেরা বেকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা বলছেন, তিন দিন ধরে পরিবহন চলাচল বন্ধ থাকায় তাঁদের রুটি-রুজিও বন্ধ হয়ে গেছে। কোনো মালিক তাদের খোঁজ-খবর পর্যন্ত নিচ্ছেন না। অনেকেই কষ্টে দিনাতিপাত করছেন বলেও জানান তাঁরা।

এনা পরিবহনের চালক মো. হাসেম বলেন, ‘তিন দিন ধরে গাড়ি বন্ধ থাকায় অনেক সমস্যার মধ্য দিয়ে দিনাতিপাত করতে হচ্ছে। সমস্যার সমাধান করে অচিরেই গাড়ি চালু না করলে আমাদেরর না খেয়ে মরতে হবে।’

ফুলবাড়িয়া থেকে ঢাকাগামী আলম এশিয়া পরিবহনের চেয়ারম্যান এমদাদুল হক বলেন, ‘ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে ভাড়া সমন্বয় না করলে কোনোভাবেই রাস্তায় গাড়ি চালানো সম্ভব নয়। সরকার বিষয়টি বিবেচনা করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা করি। আমরাও চাই, সাধারণ মানুষ কোনোভাবেই ভোগান্তির শিকার না হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত