Ajker Patrika

শেরপুরে ৬ কেন্দ্রে পুনঃ নির্বাচন আজ

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৭: ১৯
শেরপুরে ৬ কেন্দ্রে পুনঃ নির্বাচন আজ

শেরপুর সদর উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিভিন্ন পক্ষের সংঘর্ষ ও হামলায় স্থগিত হওয়া ৬টি কেন্দ্রের পুনঃ: নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। তবে এসব কেন্দ্রগুলোতে আগের মতো উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে কিনা, তা নিয়ে শঙ্কায় রয়েছেন ১৭ হাজার ভোটার।

জানা যায়, শেরপুর সদর উপজেলার ১৪ ইউপিতে দ্বিতীয় দফায় গত ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন সহিংসতা, সংঘর্ষ ও কারচুপির অভিযোগে কামারেরচর ইউপির ৬ নম্বর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭ নম্বর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণই ভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরশেরপুর ইউনিয়নের নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামারিয়া ইউনিয়নের খুনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত করে দেয় প্রশাসন।

এসব কেন্দ্রে সহিংসতায় অন্তত ৪০ জন গুরুতর আহত হন। ৬ ও ৭ নম্বর চরে শান্তি ফেরাতে নির্বাচনের পরের দিন থেকে এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়। সহিংসতাকে ঘিরে অন্তত ৮টি মামলা হয়েছে, আসামি করা হয়েছে তিন শতাধিক জনকে। এদিকে দুর্গম চরে হওয়ায় ৬ ও ৭ নম্বর চরের ভোট কেন্দ্র বদল করে নিরপেক্ষ ভোট কেন্দ্র পাশের গ্রামের স্কুলে করা হয়েছে। প্রশাসনের কঠিন হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত এখন।

এ ছাড়া ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের উচ্চ পর্যায়ের সকল কর্মকর্তারা বদ্ধপরিকর। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস বলেন, নির্বাচনে প্রশাসন জিরো টলারেন্স থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত