Ajker Patrika

দলীয় প্রতীক ছাড়াই সরব বিএনপি প্রার্থীরা

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ৪২
দলীয় প্রতীক ছাড়াই সরব বিএনপি প্রার্থীরা

বিএনপি কেন্দ্রীয়ভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে সরব। ইতিমধ্যে প্রচার চালাচ্ছেন জেলা ও উপজেলার হেভিওয়েট নেতারা। সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউপির মধ্যে ৯ টিতে জেলা ও উপজেলা বিএনপির ১৪ নেতা ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখা গেছে কোনো কোনো ইউপিতে মূল প্রতিবন্ধিতায় রয়েছে বিএনপি নেতারা।

আগামী ২৮ নভেম্বর সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইভিএম এ ভোট হবে সদর উপজেলার লক্ষনশ্রী ইউপিতে। এ ইউপিতে আনারস প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুল ওয়াদুদ। মোল্লাপাড়া ইউপিতে মোটরসাইকেল প্রতীকে ভোট যুদ্ধে আছেন বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মো. নুরুল হক। রঙ্গারচর ইউপিতে মোটরসাইকেল প্রতীকে বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হাই। মোহনপুরে ঘোড়া প্রতীকে লড়ছেন দলীয় নেতা মছিহুর রহমান।

গৌরারং ইউপিতে টেবিল ফ্যান প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা নেতা ফুল মিয়া, আনারস প্রতীক নিয়ে মো. সামসুল হক এবং অটোরিকশা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে আছেন শহিদুল ইসলাম। এ ছাড়া অন্য ইউপিতে সরব রয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত