Ajker Patrika

কলকাতার সিনেমায় ফিরছেন শাকিব খান

কলকাতার সিনেমায় ফিরছেন শাকিব খান

২০১৬ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’ দিয়ে নতুনভাবে নিজের জাত চিনিয়েছিলেন শাকিব খান। অভিনয় ও লুক দিয়ে দুই বাংলার সিনেমাপ্রেমীদের মন জয় করেছিলেন তিনি। এ সিনেমা দিয়েই বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলার নির্মাতা-প্রযোজকদের কাছে শাকিব হয়ে উঠেছিলেন নির্ভরতার প্রতীক। এরপর কাজ করেছেন ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ সিনেমায়।

শুধু যৌথ প্রযোজনা নয়, শাকিবকে নিয়ে সিনেমা বানিয়েছেন কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকা, পায়েল প্রমুখ। ২০১৮ সালে সর্বশেষ শাকিব খানকে দেখা গেছে ‘নাকাব’ সিনেমায়। এরপর কেটে গেছে ৫ বছর। এর মাঝে আর ওপার বাংলার সিনেমায় দেখা যায়নি ঢালিউড সুপারস্টারকে। নতুন খবর হলো, বিরতি কাটিয়ে টালিউডে ফিরছেন শাকিব খান।

কলকাতার গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী আগস্টে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের সঙ্গে মিটিং করতে কলকাতা যাচ্ছেন তিনি।সেখানেই আলোচনা হবে নতুন সিনেমার। সব ঠিক থাকলে শিগগিরই ওপার বাংলার সিনেমার কাজ শুরু করবেন শাকিব। তবে শাকিব খানের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে বা সিনেমাটি কে পরিচালনা করবেন, তা জানা যায়নি।

শাকিব খান এখন আছেন যুক্তরাষ্ট্রে। গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার প্রচারের উদ্দেশে এ মাসের শুরুর দিকে মার্কিন মুলুকে যান তিনি। এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’ সিনেমার কাজ শুরু করার কথা শাকিব খানের। গুঞ্জন শোনা যাচ্ছে সিনেমাটি করবেন না শাকিব খান। দেশে ফিরে সাইনিং মানি ফেরত দেবেন তিনি। তবে বিষয়টি সত্যি নয় বলে দাবি করেছেন নির্মাতা।

তিনি জানিয়েছেন, শাকিব পারিবারিক সময় কাটাতে যুক্তরাষ্ট্র থাকার কারণে সিনেমাটির শুটিং শিডিউল পরিবর্তন করা হয়েছে। তিনি দেশে ফিরলে নতুন করে সব পরিকল্পনা করা হবে।

এ ছাড়া শাকিব খানকে নিয়ে পরিচালক অনন্য মামুন প্যান ইন্ডিয়ান সিনেমা বানানোর কথা জানিয়েছেন। সে সিনেমায় নায়িকা ও ভিলেন চরিত্রে অভিনয় করবেন বলিউডের অভিনয়শিল্পীরা। শিগগিরই শাকিব খানের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন অনন্য মামুন। সিনেমাটি বাংলা ও হিন্দি ছাড়াও পাঁচটি ভাষায় নির্মিত হবে। সেপ্টেম্বরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত