রানা আব্বাস, অ্যাডিলেড থেকে
অ্যাডিলেড শহরের একটু বাইরে চোখের প্রশান্তি এনে দেওয়া শান্ত-স্নিগ্ধ ক্যারেন রোল্টন ওভাল মাঠে দক্ষতার অনুশীলন শুরুর আগে গোল হয়ে দাঁড়িয়ে যে মিটিংটা হলো, সেখানে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম আহ্বান জানালেন, শেষ না হওয়ার আগে যেন কেউ নিজেদের ‘শেষ’ না ভাবে।
শেষের দিকে চলে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। শেষ দিকে চলে এসেছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপও। বাংলাদেশের ‘শেষ’ বলা কি ঠিক হচ্ছে? এখনো তো কাগজ-কলমে সাকিবদের সেমিফাইনালের সম্ভাবনা আছে। আগামীকাল সুপার টুয়েলভের শেষ দিনেই মীমাংসা হবে ‘গ্রুপ ২’ থেকে কোন দুটি দল যাচ্ছে শেষ চারে। ‘যদি’, ‘কিন্তু’ পাশে সরিয়ে রাখলে আগামীকাল বাংলাদেশের শেষ ম্যাচ না ভেবে উপায়ও নেই। সেমিফাইনালে যেতে হলে শক্তিশালী পাকিস্তানকে হারালেই হচ্ছে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয়-পরাজয়ের দিকেও।
জটিল সমীকরণ ভুলে বাংলাদেশের লক্ষ্য একটাই, পাকিস্তানের সঙ্গে দুর্দান্ত খেলে শেষটা রাঙানো। আবার ‘শেষ’ কথাটা এসে গেল। আসলে বাংলাদেশ দলেও বিশ্বকাপ শেষ করে বাড়ি ফেরার আলোচনা শুরু হয়ে গেছে। শ্রীরাম এটি নিয়ে চিন্তিত। গতকাল অনুশীলনের শুরুতে তিনি তাই সতর্ক করলেন, শেষের আগেই শেষ নিয়ে ভাবা যাবে না। কে জানে, টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা আরও লম্বাও তো হতে পারে! যদি বাড়ি ফেরার চিন্তা এখনই ভাবনায় ঢুকে যায়, পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত খেলা কঠিন হয়ে যাবে।
যেকোনো লম্বা সফরের শেষ দিকে গৃহকাতরতা বা হোম সিকনেসের প্রভাবে খেলা থেকে মনোযোগ সরে যাওয়ার ঘটনা অতীতে অনেকবারই দেখা গেছে। তবে এবার খেলোয়াড়দের মধ্যে কোনো গৃহকাতরতা নেই বলেই দাবি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের, ‘দলের কেউ হোমসিক নয়। লম্বা সফরে অনেক সময় হোম সিকনেস কাজ করে, যখন দল টানা হারের মধ্যে থাকে। এবার তো সেটা নয়।’
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসলেই অন্য রকম যাচ্ছে বাংলাদেশের। যে দল গত ১৫ বছরে কোনো টুর্নামেন্টের মূল পর্বে একটি ম্যাচই জিততে পারেনি, তারা এবার দুটি ম্যাচ জিতেছে।
সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়িয়েছে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচটি। শ্বাসরুদ্ধকর ম্যাচটি বাংলাদেশ ৫ রানে হারলেও বেশি আলোচিত বিতর্কিত আম্পায়ারিং নিয়ে। ভেজা মাঠে খেলা শুরু, বিরাট কোহলির ‘ফেক ফিল্ডিং’ গরম সামাজিক যোগাযোগমাধ্যম। দর্শকেরা এ নিয়ে যত আলোচনা-তর্ক-বিতর্কই করুক, নিরেট সত্য হচ্ছে, বাংলাদেশ দল মোটেও এসব নিয়ে ভাবছে না। ম্যাচটা হেরে যাওয়ায় আফসোস আছে, তবে কোনো অভিযোগ নেই। ভারত-ম্যাচের ‘হ্যাংওভার’ ভুলে তারা দ্রুত ঢুকে পড়েছে পাকিস্তান ম্যাচে।
অনুশীলনের ফাঁকে টিম ম্যানেজমেন্টের এক সদস্য যেমন বলছিলেন, ‘সেমিফাইনাল-টাইনাল না, ভারতকে হারালেই আমাদের আর কিছু লাগত না! কী সুযোগটাই না পেয়েছিলাম। এমনি আম্পায়ারিং বা অন্য যেসব আলোচনা হচ্ছে, এসব বড় কোনো বিষয় না। এসব নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিছু বলারও সুযোগ নেই। তবে হ্যাঁ, গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফর থেকে (মরিস) এরাসমাস আমাদের ম্যাচে থাকলে বিতর্কিত কিছু না কিছু হচ্ছে।’
টিম ম্যানেজমেন্টের আরেক সদস্য অবশ্য ভিন্ন এক প্রেক্ষাপট তুলে ধরলেন, ‘আমাদের এই দলে আমরা চেষ্টা করছি অ্যাপ্রোচে বদল আনতে। স্কিলে আর কী পরিবর্তন আনবেন? স্কিল নিয়ে সব সময়ই তো কাজ হয়। যদি খেলোয়াড়দের অ্যাপ্রোচ বদলানো যায়, তবেই দল বদলে যাবে। সেদিন বৃষ্টি যখন হলো, আমরা বেশির ভাগই ভাবলাম বৃষ্টি যেন না থামে। তাহলেই জিতে যাব। এই ভাবনাটা বদলাতে হবে। বৃষ্টি থাকুক বা না থাকুক আমাদের জিততে হবে—এই অ্যাপ্রোচ দরকার।’
অস্ট্রেলিয়ায় খেলা মানেই তার পরতে পরতে রোমাঞ্চের ছোঁয়া। এবারও ব্যতিক্রম নয়। জিম্বাবুয়ে হারাচ্ছে পাকিস্তানকে, পাকিস্তান হারাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে, দক্ষিণ আফ্রিকা উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে আর বাংলাদেশ হারিয়েছে জিম্বাবুয়েকে—আগামীকাল রংবেরঙের সুপার টুয়েলভের শেষটা বাংলাদেশ আরও রঙিন করে তুলতে পারে কি না, সেটাই দেখার।
অ্যাডিলেড শহরের একটু বাইরে চোখের প্রশান্তি এনে দেওয়া শান্ত-স্নিগ্ধ ক্যারেন রোল্টন ওভাল মাঠে দক্ষতার অনুশীলন শুরুর আগে গোল হয়ে দাঁড়িয়ে যে মিটিংটা হলো, সেখানে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম আহ্বান জানালেন, শেষ না হওয়ার আগে যেন কেউ নিজেদের ‘শেষ’ না ভাবে।
শেষের দিকে চলে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। শেষ দিকে চলে এসেছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপও। বাংলাদেশের ‘শেষ’ বলা কি ঠিক হচ্ছে? এখনো তো কাগজ-কলমে সাকিবদের সেমিফাইনালের সম্ভাবনা আছে। আগামীকাল সুপার টুয়েলভের শেষ দিনেই মীমাংসা হবে ‘গ্রুপ ২’ থেকে কোন দুটি দল যাচ্ছে শেষ চারে। ‘যদি’, ‘কিন্তু’ পাশে সরিয়ে রাখলে আগামীকাল বাংলাদেশের শেষ ম্যাচ না ভেবে উপায়ও নেই। সেমিফাইনালে যেতে হলে শক্তিশালী পাকিস্তানকে হারালেই হচ্ছে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয়-পরাজয়ের দিকেও।
জটিল সমীকরণ ভুলে বাংলাদেশের লক্ষ্য একটাই, পাকিস্তানের সঙ্গে দুর্দান্ত খেলে শেষটা রাঙানো। আবার ‘শেষ’ কথাটা এসে গেল। আসলে বাংলাদেশ দলেও বিশ্বকাপ শেষ করে বাড়ি ফেরার আলোচনা শুরু হয়ে গেছে। শ্রীরাম এটি নিয়ে চিন্তিত। গতকাল অনুশীলনের শুরুতে তিনি তাই সতর্ক করলেন, শেষের আগেই শেষ নিয়ে ভাবা যাবে না। কে জানে, টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা আরও লম্বাও তো হতে পারে! যদি বাড়ি ফেরার চিন্তা এখনই ভাবনায় ঢুকে যায়, পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত খেলা কঠিন হয়ে যাবে।
যেকোনো লম্বা সফরের শেষ দিকে গৃহকাতরতা বা হোম সিকনেসের প্রভাবে খেলা থেকে মনোযোগ সরে যাওয়ার ঘটনা অতীতে অনেকবারই দেখা গেছে। তবে এবার খেলোয়াড়দের মধ্যে কোনো গৃহকাতরতা নেই বলেই দাবি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের, ‘দলের কেউ হোমসিক নয়। লম্বা সফরে অনেক সময় হোম সিকনেস কাজ করে, যখন দল টানা হারের মধ্যে থাকে। এবার তো সেটা নয়।’
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসলেই অন্য রকম যাচ্ছে বাংলাদেশের। যে দল গত ১৫ বছরে কোনো টুর্নামেন্টের মূল পর্বে একটি ম্যাচই জিততে পারেনি, তারা এবার দুটি ম্যাচ জিতেছে।
সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়িয়েছে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচটি। শ্বাসরুদ্ধকর ম্যাচটি বাংলাদেশ ৫ রানে হারলেও বেশি আলোচিত বিতর্কিত আম্পায়ারিং নিয়ে। ভেজা মাঠে খেলা শুরু, বিরাট কোহলির ‘ফেক ফিল্ডিং’ গরম সামাজিক যোগাযোগমাধ্যম। দর্শকেরা এ নিয়ে যত আলোচনা-তর্ক-বিতর্কই করুক, নিরেট সত্য হচ্ছে, বাংলাদেশ দল মোটেও এসব নিয়ে ভাবছে না। ম্যাচটা হেরে যাওয়ায় আফসোস আছে, তবে কোনো অভিযোগ নেই। ভারত-ম্যাচের ‘হ্যাংওভার’ ভুলে তারা দ্রুত ঢুকে পড়েছে পাকিস্তান ম্যাচে।
অনুশীলনের ফাঁকে টিম ম্যানেজমেন্টের এক সদস্য যেমন বলছিলেন, ‘সেমিফাইনাল-টাইনাল না, ভারতকে হারালেই আমাদের আর কিছু লাগত না! কী সুযোগটাই না পেয়েছিলাম। এমনি আম্পায়ারিং বা অন্য যেসব আলোচনা হচ্ছে, এসব বড় কোনো বিষয় না। এসব নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিছু বলারও সুযোগ নেই। তবে হ্যাঁ, গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফর থেকে (মরিস) এরাসমাস আমাদের ম্যাচে থাকলে বিতর্কিত কিছু না কিছু হচ্ছে।’
টিম ম্যানেজমেন্টের আরেক সদস্য অবশ্য ভিন্ন এক প্রেক্ষাপট তুলে ধরলেন, ‘আমাদের এই দলে আমরা চেষ্টা করছি অ্যাপ্রোচে বদল আনতে। স্কিলে আর কী পরিবর্তন আনবেন? স্কিল নিয়ে সব সময়ই তো কাজ হয়। যদি খেলোয়াড়দের অ্যাপ্রোচ বদলানো যায়, তবেই দল বদলে যাবে। সেদিন বৃষ্টি যখন হলো, আমরা বেশির ভাগই ভাবলাম বৃষ্টি যেন না থামে। তাহলেই জিতে যাব। এই ভাবনাটা বদলাতে হবে। বৃষ্টি থাকুক বা না থাকুক আমাদের জিততে হবে—এই অ্যাপ্রোচ দরকার।’
অস্ট্রেলিয়ায় খেলা মানেই তার পরতে পরতে রোমাঞ্চের ছোঁয়া। এবারও ব্যতিক্রম নয়। জিম্বাবুয়ে হারাচ্ছে পাকিস্তানকে, পাকিস্তান হারাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে, দক্ষিণ আফ্রিকা উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে আর বাংলাদেশ হারিয়েছে জিম্বাবুয়েকে—আগামীকাল রংবেরঙের সুপার টুয়েলভের শেষটা বাংলাদেশ আরও রঙিন করে তুলতে পারে কি না, সেটাই দেখার।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫