Ajker Patrika

চাল পচছে গুদামে

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৪: ১১
চাল পচছে গুদামে

যশোরের মনিরামপুর উপজেলার ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়ন পরিষদের গুদামে দীর্ঘদিন পড়ে আছে ৫৫ থেকে ৬০ বস্তা চাল। চার থেকে পাঁচ মাস আগে করোনার লকডাউনের সময় কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য আসে এসব চাল।

সেই চাল বিতরণ করেননি পরিষদের চেয়ারম্যান ও সচিব। ফলে পরিষদের গুদামে খোলা জায়গায় চালগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, পরিষদের গুদামে ৫০ কেজি ওজনের ৫৫ থেকে ৬০টি চালের বস্তা পড়ে আছে। ছেঁড়া বস্তার ভেতরে চালে পচন ধরে কালো রং ধারণ করেছে। চালগুলোর ওজন আনুমানিক আড়াই থেকে তিন মেট্রিকটন।

খোঁজ নিয়ে জানা গেছে, চার থেকে পাঁচ মাস আগে করোনায় দুস্থদের মাঝে বিতরণের জন্য চালগুলো দেওয়া হয়েছিল। কিন্তু পরিষদের চেয়ারম্যান ও সচিব চালগুলো দুস্থদের মাঝে বিতরণ না করে গুদামজাত করে রেখেছেন।

এদিকে স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু এ চাল নয় করোনায় আক্রান্ত হয়ে লকডাউনে থাকা ব্যক্তিদের সাহায্যে উপজেলা প্রশাসনের দেওয়া অন্তত ২০০ কেজি চাল পড়ে থেকে নষ্ট হচ্ছে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষের পাশের একটি কক্ষে।

এ ছাড়া সচিবের কক্ষের পেছনের কক্ষে বিতরণ না করে শিশুখাদ্য (দুধ) ফেলে রাখা হয়েছে বলে জানা গেছে।

সরেজমিন জানতে চাইলে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি বলেন, ‘চালগুলো ত্রাণের। তালিকা ঠিকমতো না পাওয়ায় চাল বিতরণ করতে পারিনি। চেয়ারম্যানকে একাধিকবার বলেছি। তিনিও আজ না কাল করে চাল বিতরণ করেননি।’ এ চাল কবে এসেছে সে ব্যাপারে জানতে চাইলে সচিব তথ্য দিতে রাজি হননি।

ইউপি সচিব আরও বলেন, ‘সামনে নির্বাচন। এসব নিয়ে ঘাঁটাঘাঁটির দরকার নেই।’

এ ব্যাপারে খেদাপাড়া ইউপির চেয়ারম্যান আবদুল হক মোবাইল ফোনে বলেন, ‘চালগুলো কিসের বলতে পারব না। রোববার পরিষদে গিয়ে চাল বিতরণের ব্যবস্থা করব।’

মনিরামপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম শিকদার বলেন, ‘জুলাই মাসের দিকে করোনার চাল চেয়ারম্যানদের কাছে দেওয়া হয়েছিল।’

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ‘বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি।’

মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, ‘গুদামে কেন চাল পচানো হচ্ছে এ বিষয়ে জানতে আজ রোববার সরেজমিন খেদাপাড়া ইউনিয়ন পরিষদে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত