ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
সিলেট বিভাগের ১৯টি আসনের বিপরীতে প্রতিবারই জাতীয় সংসদে দুটি সংরক্ষিত মহিলা আসন দেওয়া হয়। এবার এ দুটি আসন পেতে প্রবাসী-অধ্যুষিত বিভাগের অন্তত ১৭ নেত্রী জোর প্রচেষ্টা চালাচ্ছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। প্রত্যেকেই সংসদ সদস্য হওয়ার ব্যাপারে আশাবাদী।
এই নেত্রীরা জানান, তাঁরা হাওর অঞ্চলের নারীশিক্ষা, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান বৃদ্ধিসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান। প্রবাসীদের অধিকার রক্ষা ও মর্যাদা বৃদ্ধিতেও কাজ করতে আগ্রহী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ১৯টি আসন থেকে এবার চারজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং আরেকজন আওয়ামী লীগ অনুসারী ধর্মভিত্তিক সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি। তবে সংরক্ষিত সংসদ সদস্য হতে স্বতন্ত্র সংসদ সদস্যদের কোনো অনুসারী এখন পর্যন্ত তৎপরতা দেখাননি। ফলে আওয়ামী লীগ থেকেই এবার দুই নারী সংসদ সদস্য হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
নিয়ম অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন হয়ে থাকে। দ্বাদশ সংসদ নির্বাচনের গেজেট হয়েছে ৯ জানুয়ারি। সে অনুযায়ী সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নির্বাচনের জন্য আজ মঙ্গলবার তফসিল ঘোষণা করা হতে পারে।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার স্বামী আমৃত্যু সিলেটে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে গেছেন। জাতির পিতার কন্যা যদি দায়িত্ব দেন, আমার স্বামীর মতো আমিও বিশ্বস্ততার সঙ্গে সৎভাবে সেই দায়িত্ব পালন করব।’
এখান থেকে আরও প্রার্থী হতে চান মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনিন হোসেন, সাবিনা সুলতানা, সালমা সুলতানা ও যুব মহিলা লীগ নেত্রী আলেয়া সারোয়ার ডেইজি।
সুনামগঞ্জে সংসদে যাওয়ার দৌড়ে আছেন বর্তমান একাদশ সংসদের সংরক্ষিত সংসদ সদস্য শামীমা আক্তার খানম (শামীমা শাহরিয়ার), সাবেক সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের স্ত্রী হুসনা হুদা, দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের পুত্রবধূ মুমতাহিনা হাসনাত রিতু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না এবং ধর্মপাশার ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা।
মৌলভীবাজারে আলোচনায় আছেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন ও তাঁর মেয়ে সৈয়দা সানজিদা মহসীন। সায়রা বলেন, ‘নেত্রী আমাদের পরিবারকে যখন যে দায়িত্ব দিয়েছেন, আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি। এবারও যদি তিনি মানুষের জন্য কাজ করার সুযোগ দেন, তাহলে অতীতের মতো সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।’
হবিগঞ্জ থেকে মনোনয়ন চান সাবেক সংসদ সদস্য ইসমত আহমদ চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য আবেদা চৌধুরীর মেয়ে নাজরা চৌধুরী। নাজরা বলেন, ‘আমার পুরো পরিবারই আওয়ামী লীগের জন্য নিবেদিতপ্রাণ। তাই আশা করছি, নেত্রী ও দল আমাকে মূল্যায়ন করবে।’
সিলেট বিভাগের ১৯টি আসনের বিপরীতে প্রতিবারই জাতীয় সংসদে দুটি সংরক্ষিত মহিলা আসন দেওয়া হয়। এবার এ দুটি আসন পেতে প্রবাসী-অধ্যুষিত বিভাগের অন্তত ১৭ নেত্রী জোর প্রচেষ্টা চালাচ্ছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। প্রত্যেকেই সংসদ সদস্য হওয়ার ব্যাপারে আশাবাদী।
এই নেত্রীরা জানান, তাঁরা হাওর অঞ্চলের নারীশিক্ষা, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান বৃদ্ধিসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান। প্রবাসীদের অধিকার রক্ষা ও মর্যাদা বৃদ্ধিতেও কাজ করতে আগ্রহী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ১৯টি আসন থেকে এবার চারজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং আরেকজন আওয়ামী লীগ অনুসারী ধর্মভিত্তিক সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি। তবে সংরক্ষিত সংসদ সদস্য হতে স্বতন্ত্র সংসদ সদস্যদের কোনো অনুসারী এখন পর্যন্ত তৎপরতা দেখাননি। ফলে আওয়ামী লীগ থেকেই এবার দুই নারী সংসদ সদস্য হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
নিয়ম অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন হয়ে থাকে। দ্বাদশ সংসদ নির্বাচনের গেজেট হয়েছে ৯ জানুয়ারি। সে অনুযায়ী সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নির্বাচনের জন্য আজ মঙ্গলবার তফসিল ঘোষণা করা হতে পারে।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী ও নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার স্বামী আমৃত্যু সিলেটে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে গেছেন। জাতির পিতার কন্যা যদি দায়িত্ব দেন, আমার স্বামীর মতো আমিও বিশ্বস্ততার সঙ্গে সৎভাবে সেই দায়িত্ব পালন করব।’
এখান থেকে আরও প্রার্থী হতে চান মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনিন হোসেন, সাবিনা সুলতানা, সালমা সুলতানা ও যুব মহিলা লীগ নেত্রী আলেয়া সারোয়ার ডেইজি।
সুনামগঞ্জে সংসদে যাওয়ার দৌড়ে আছেন বর্তমান একাদশ সংসদের সংরক্ষিত সংসদ সদস্য শামীমা আক্তার খানম (শামীমা শাহরিয়ার), সাবেক সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের স্ত্রী হুসনা হুদা, দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের পুত্রবধূ মুমতাহিনা হাসনাত রিতু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না এবং ধর্মপাশার ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা।
মৌলভীবাজারে আলোচনায় আছেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন ও তাঁর মেয়ে সৈয়দা সানজিদা মহসীন। সায়রা বলেন, ‘নেত্রী আমাদের পরিবারকে যখন যে দায়িত্ব দিয়েছেন, আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি। এবারও যদি তিনি মানুষের জন্য কাজ করার সুযোগ দেন, তাহলে অতীতের মতো সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।’
হবিগঞ্জ থেকে মনোনয়ন চান সাবেক সংসদ সদস্য ইসমত আহমদ চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য আবেদা চৌধুরীর মেয়ে নাজরা চৌধুরী। নাজরা বলেন, ‘আমার পুরো পরিবারই আওয়ামী লীগের জন্য নিবেদিতপ্রাণ। তাই আশা করছি, নেত্রী ও দল আমাকে মূল্যায়ন করবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫