Ajker Patrika

ভোলায় ২৫ জনের মনোনয়ন বাতিল

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ৩৪
ভোলায় ২৫ জনের মনোনয়ন বাতিল

ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। গত রোববার উপজেলা পরিষদ হলরুমে এই যাচাই-বাছাই সম্পন্ন হয়। এতে ২ চেয়ারম্যান প্রার্থী ও ২৩ সদস্য পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় এসব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।

বাকি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘ভোলা সদর উপজেলার ১২টি ইউপির মোট চেয়ারম্যান পদে ৬৬ জন, সাধারণ সদস্য পদে ৫৯৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ত্রুটিপূর্ণ হওয়ায় ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন-উপজেলার শিবপুরে একজন ও আলিনগর ইউপিতে একজন। তাঁদের একজন বলেন, ‘যাচাই-বাছাই শেষে ভোলার ১২টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪ জন, সাধারণ সদস্য পদে ৫৮৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউপি নির্বাচন নিয়ে গত ২৮ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৯ ডিসেম্বর। যাচাই-বাছাই করা হয় ১২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ৫ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত