Ajker Patrika

বিদায় অনুষ্ঠানে জীবন থেকে বিদায় তপুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১২: ৪২
বিদায় অনুষ্ঠানে জীবন থেকে বিদায় তপুর

স্কুলের শিক্ষাজীবন শেষ হয়েছে। এবার বিদায় নেওয়ার পালা। তাই বন্ধুদের সঙ্গে স্কুলের বিদায় অনুষ্ঠানে গিয়েছিল তন্ময় হাসান তপু। কে জানত! এই বিদায় অনুষ্ঠানে জীবন থেকে বিদায় নিতে হবে তাকে!

গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল ইসলামী একাডেমি স্কুল প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান চলাকালেই তপুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ার আব্দুল মজিদের ছেলে। বেঁচে থাকলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিত সে।

তপুর সহপাঠীরা জানায়, গতকাল সকাল থেকে আল হেলাল ইসলামী একাডেমি স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। সে অনুষ্ঠানে অংশ নেয় ওই স্কুলের ছাত্র তন্ময় হাসান তপু। এ সময় কে বা কারা তপুকে স্কুলের এক কোনায় ডেকে নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে তার বন্ধুরা টের পেয়ে সেখান থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান জানান, তপুর শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, তপুর সঙ্গে তারই আরেক সহপাঠীর মেয়েঘটিত বিষয় নিয়ে বিরোধ ছিল। সেই ঘটনার জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত