Ajker Patrika

ছাত্রলীগের সিট বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২০: ২০
ছাত্রলীগের সিট বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সিট বাণিজ্য বন্ধ, দ্রুত রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ কয়েক দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠন।

গতকাল রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পুরো ক্যাম্পাস ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় মিছিলটি।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক রিদম শাহরিয়ার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দীর্ঘ সময় বিশ্ববিদ্যলয় বন্ধ ছিল। এ সময় অনেক শিক্ষার্থী তাঁদের বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে হল ছেড়ে চলে গেছেন। ফলে অনেক সিট ফাঁকা হয়েছে। এই সিটগুলো ছাত্রলীগ দখলে নিয়েছে এবং একেকটি সিট চার-পাঁচ হাজার টাকায় বিক্রি করছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের অন্য দাবিগুলো হলো—আবাসন সংকট নিরসন, স্বল্পমূল্যে মানসম্মত খাবার পরিবেশন ও নিরাপদ ক্যাম্পাস।

হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টদের অনতিবিলম্বে পদত্যাগের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি শাকিলা খাতুন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রঞ্জু হাসানসহ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত