Ajker Patrika

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭: ২৫
পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাল্টাপাল্টি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দুই চেয়ারম্যান প্রার্থী। গতকাল সোমবার দুপুরে ও বিকেলে পৃথক সংবাদ সম্মেলন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্রী। এ সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা দাবি করা হয়।

প্রথমে চরশেরপুর ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম রেজা নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম মিল্টন চারটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর কোনো এজেন্ট থাকতে দেবেন না এবং সিল মেরে নিজের পক্ষে ভোট করবেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে বিকেলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম মিল্টনও নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে উল্টো অভিযোগ তুলে বলেন, ‘আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন। উল্টো তিনিই কয়েকজন ইউপি সদস্য প্রার্থীকে নিয়ে বৈঠক করে সিল মেরে নেওয়ার পরিকল্পনা করেছেন। তিনি একটি মাদ্রাসার অফিস সহকারী হয়েও দুর্নীতি করে অনৈতিকভাবে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। তিনি আরও বলেন, আমি গত ২১ বছর এ ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বে আছি। আমার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগও নেই। আমি কখনো কোনো অন্যায় করিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আমাকেই জয়ী করবে ইনশা আল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত