Ajker Patrika

টঙ্গীতে চার দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে চার দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে নির্ধারিত তারিখের এক দিন আগেই শুরু হয়েছে জোড় ইজতেমা। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর ভারতের মাওলানা ইকবালের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাতের (জোবায়েরপন্থী) চার দিনব্যাপী জোড় ইজতেমা।

এর আগে আমবয়ানের মধ্য দিয়ে আজ শুক্রবার জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল। আগামী রোববার দুপুরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।

গতকাল বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। বাদ মাগরিব বয়ান করেন পাকিস্তানের মাওলানা ভাই তাহের কুরাইশি। মাওলানা ইকবালের বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুশফিক।

মুসল্লিরা জানান, সাধারণত বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে জোড় ইজতেমা হয়। এতে তাবলিগের সব সাথি অংশগ্রহণ করতে পারেন না। শুধু তিন চিল্লার সাথিরা এতে অংশ নেন। তাঁদের মধ্য থেকে কিছু মুসল্লি বিশ্ব ইজতেমার আয়োজনে মাঠের কাজে যোগ দেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা মাঠের সব কাজ করেন তাঁরা।

আয়োজক কমিটির মুরব্বিরা জানান, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভোলা ও টাঙ্গাইল জেলার তিন চিল্লার (৪ মাস সময় লাগানো) সাথিদের নিয়ে এই জোড় শুরু হয়েছে। আগত মুসল্লিরা ময়দানের উত্তর-পূর্ব কোণের টিনশেডে অবস্থান নিয়েছেন। সন্ধ্যা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় হাজার হাজার মুসল্লি নির্ধারিত স্থানে অবস্থান নিয়ে মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন।

যোগাযোগ করা হলে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বাদ জোহর থেকেই টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আলমি শুরার তত্ত্বাবধানে (জোবায়েরপন্থী) চার দিনের জোড় শুরু হয়েছে। আগামী রোববার মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। আগামী সোমবার বিদেশি সাথিদের ফ্লাইটের তারিখ নির্ধারিত থাকায় শুক্রবারের পরিবর্তে এক দিন এগিয়ে বৃহস্পতিবার থেকেই জোড় শুরু হয়েছে।’ গতকাল বাদ এশা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, ইজতেমা ময়দানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্য রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত