Ajker Patrika

নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১: ১১
নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চট্টগ্রাম ও কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

গতকাল বুধবার দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু এতে সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন ভূঁইয়া।

এদিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে হাটহাজারীতে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষে রাউজানে আলোচনা সভা করা হয়েছে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ দুর্যোগ মোকাবিলায় মোহড়া দেওয়া হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম প্রমুখ।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে ভূমিকম্প, ঘূর্ণিঝড় প্রতিরোধ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

সন্দ্বীপে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া উদ্বোধন করেন সাংসদ মাহফুজুর রহমান মিতা।

এতে সহযোগিতা করে সন্দ্বীপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান প্রমুখ।

এদিকে কক্সবাজারের কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা করা হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কুতুবদিয়ার উদ্যোগে এ র‍্যালি ও সভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত