সিলেট সংবাদদাতা
বর্ণমালা হাতে শিশু থেকে প্রবীণ সব বয়সের নারী ও সংস্কৃতি-কর্মীর উপস্থিতিতে ভাষার গানে আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিয়েছে সিলেটবাসী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে ভাষার মাসকে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের ঋণ বাঙালি জাতি হিসেবে আমরা কখনই শোধ করতে পারব না। আমাদের দায়িত্ব, মাতৃভাষার মর্যাদা রক্ষায় একসঙ্গে কাজ করা।’ জেলা প্রশাসক আরও বলেন, ভাষা শহীদদের অবদান ও ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতার জন্য যাঁরা লড়াই করেছেন তাঁদের বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ এম মাহফুজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রাক্তন সাধারণ সম্পাদক শামছুল বাছিত শেরো প্রমুখ।
সংগীত পরিবেশন করেন, নাট্য সংগঠক নিরঞ্জন দে যাদু ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী। এ বছর করোনার কারণে স্বাস্থ্যবিধির নির্দেশনার জন্য প্রধান সড়কে বর্ণমালার মিছিল না করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাট্য পরিষদ ভাষার মাস বরণের আয়োজন করে।
বর্ণমালা হাতে শিশু থেকে প্রবীণ সব বয়সের নারী ও সংস্কৃতি-কর্মীর উপস্থিতিতে ভাষার গানে আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিয়েছে সিলেটবাসী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে ভাষার মাসকে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের ঋণ বাঙালি জাতি হিসেবে আমরা কখনই শোধ করতে পারব না। আমাদের দায়িত্ব, মাতৃভাষার মর্যাদা রক্ষায় একসঙ্গে কাজ করা।’ জেলা প্রশাসক আরও বলেন, ভাষা শহীদদের অবদান ও ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতার জন্য যাঁরা লড়াই করেছেন তাঁদের বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ এম মাহফুজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রাক্তন সাধারণ সম্পাদক শামছুল বাছিত শেরো প্রমুখ।
সংগীত পরিবেশন করেন, নাট্য সংগঠক নিরঞ্জন দে যাদু ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী। এ বছর করোনার কারণে স্বাস্থ্যবিধির নির্দেশনার জন্য প্রধান সড়কে বর্ণমালার মিছিল না করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাট্য পরিষদ ভাষার মাস বরণের আয়োজন করে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫