Ajker Patrika

স্বামীর মারধরের শিকার অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১০: ২৩
স্বামীর মারধরের শিকার অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার

আমতলীতে যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মারধর করে ওই গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেন স্বামী। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২০১৬ মাসের মার্চ মাসে আড়পাঙ্গাশিয়া গ্রামের মতিউর রহমানের মেয়ে মাকসুদার সঙ্গে উত্তর টিয়াখালী গ্রামের নাশির হাওলাদারের পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পড়ুয়া ছেলে কাইয়ুমের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই মারধর করে আসছেন কাইয়ুম। গত তিন মাস আগে সরকারি চাকরি পাওয়ার জন্য ৭ লাখ টাকা প্রয়োজন বলে যৌতুক দাবি করেন কাইয়ুম এমন অভিযোগ স্ত্রী মাকসুদার। টাকা দিতে অস্বীকার করায় কাইয়ুম, তাঁর মা ও বোনের পরামর্শে বাড়ি থেকে তাড়িয়ে দেন তাঁকে। এরপর থেকে মাকসুদা তাঁর বাবার বাড়িতে অবস্থান করছেন।

বুধবার সন্ধ্যায় আবার টাকা দাবি করেন কাইয়ুম। এ সময় টাকা দিতে অস্বীকার করায় ৪ মাসের অন্তঃসত্ত্বা মাকসুদাকে বেধড়ক মারধর করেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেরে মাকসুদা ৯৯৯–এ ফোন দেন। তখন পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অন্তঃসত্ত্বা মাকসুদা বলেন, ‘বুধবার সন্ধ্যায় যৌতুকের টাকার জন্য আমার বাবার বাড়িতে আসে কাইয়ুম। টাকা দিতে অস্বীকার করায় আমাকে বেধড়ক মারধর করে। বিয়ের পর থেকেই চলছে এ অত্যাচার। আমি এ ঘটনার বিচার চাই।’

কাইয়ুম ইসলাম যৌতুক দাবির কথা অস্বীকার করে বলেন, ‘সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। একপর্যায়ে দু–একটি কিল ঘুষি দিয়েছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাকসুদার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত