Ajker Patrika

জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০২
জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ পৌরশহরে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নয়নের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে স্থানীয় আলফাত স্কয়ারে এলাকাবাসী ও বন্ধুমহলের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ শান্তি ও সম্প্রীতির শহর। এই শহরে এমন পরিকল্পিত হত্যাকাণ্ড কাম্য নয়।। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ সময় বক্তব্য দেন প্যানেল মেয়র আহমদ নূর, এটিএম শাহীন রেজা, আলী হায়দার, কাউসার আলম, তোহা, ওয়াহিদ, সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস প্রমুখ। মানববন্ধন শেষে নয়ন হত্যাকারীদের ফাঁসির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সুনামগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হন নয়ন (২৪)। গত রোববার বেলা সাড়ে ৩টায় পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার এক টাইলসে দোকানে এ ঘটনা ঘটে। তিনি ওই দোকানের ব্যবস্থাপক ছিলেন। নয়ন সুনামগঞ্জ পৌর এলাকার বড়পাড়া এলাকার বাসিন্দা কাউসার আলমের ছেলে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত