নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরীক্ষামূলক প্রয়োগের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শিশুদের টিকাদান কর্মসূচি। একসঙ্গে সারা দেশে দেওয়ার কথা থাকলেও আপাতত ঢাকার শিক্ষার্থীদেরই দেওয়া হচ্ছে। সংক্ষিপ্ত করা হয়েছে কেন্দ্রের সংখ্যা। ১২টি থেকে কমিয়ে আনা হয়েছে ৮-এ। এসব কেন্দ্রে প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
গতকাল সোমবার ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তবে এ দিন শুধু রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কয়েক শ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। মূল কার্যক্রম শুরু আজ। কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
উদ্বোধনী দিনে আনন্দের সঙ্গে টিকা নিতে দেখা যায় শিক্ষার্থীদের। নবম শ্রেণির শিক্ষার্থী তাহসান হোসেনকে দিয়েই শুরু হয় এই কর্মসূচি। এরপরই টিকা নেয় একই শ্রেণির শিক্ষার্থী মাহজাবিন তমা। তাহসান বলে, ‘সকাল থেকে একটু স্নায়ুচাপে ভুগেছি। কিছুটা ভয় হচ্ছিল। তবে আব্বু-আম্মু ও স্যারদের সহযোগিতায় সেই নার্ভাসনেস কেটেছে। এখন ভালোই লাগছে।’
টিকা নেওয়া আসন্ন এসএসসি পরীক্ষার্থী উম্মে হাবিবা বলে, ‘আব্বু-আম্মু দুজনই টিকা নিয়েছেন। কোনো সমস্যা দেখিনি। আমারও ভালো লাগছে। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। টিকা নিতে পারাটা অনেক আনন্দের।’
নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত ফারিহা বলে, ‘শুনেছি টিকা নিলে জ্বর আসে, হাত ব্যথা করে। তবে আমার হাত ব্যথা করলেও এখনো অন্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। টিকা নেওয়ার আগে সামান্য ভয় থাকলেও এখন ভালোই লাগছে। তবে আগের মতোই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন স্যারেরা।’
সন্তানকে টিকা দিতে পেরে খুশি ফারিহার মা-ও। বললেন, ‘আমি ও আমার স্বামী দুই মাস আগে টিকার পূর্ণ ডোজ নিয়েছি। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। আশা করি, ওরও কিছু হবে না।’
এদিকে টিকাদান শুরু হলেও সুরক্ষা অ্যাপে নিবন্ধনে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় জন্মসনদের মাধ্যমে নিবন্ধন করতে হচ্ছে শিক্ষার্থীদের। কিন্তু ওয়েবসাইটে ঢুকলে সনদ নম্বর ভুল দেখাচ্ছে, ফলে অনেকে শিক্ষার্থীর আগ্রহ থাকলেও নিবন্ধন জটিলতায় পাচ্ছে না। এমনই একজন স্কুলটির নবম শ্রেণির শিক্ষার্থী মোতাকাব্বির। রোববার রাতে কয়েক দফা চেষ্টার পরও নিবন্ধন করতে পারেননি তার বাবা মহিউদ্দিন খন্দকার।
বিষয়টি নিয়ে কথা হলে শ্রেণিশিক্ষক কোহিনূর বলেন, অনেকে বিষয়টি বলেছেন। অর্ধেকের বেশি শিক্ষার্থী নিবন্ধন করতে পারেনি। শুধু যে আমার সেকশন তা কিন্তু নয়। সব ক্লাসেই একই অবস্থা। ঊর্ধ্বতনের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য আবারও মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে পাঠানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকার কোনো সংকট নেই। তাদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই টিকার ৯৬ লাখ ডোজ আমরা হাতে পেয়েছি। এর মধ্যে ১৪ লাখ দেওয়া হয়েছে। হাতে থাকা ৮২ লাখ ডোজ শিক্ষার্থীদের দেওয়া হবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ থেকে মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, গুলশানের চিটাগাং গ্রামার স্কুল, বসুন্ধরা আবাসিক এলাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, মিরপুরের ঢাকা কমার্স কলেজ, ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরার সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাসটিকা স্কুলেও শুরু হচ্ছে টিকাদান। এ সময়ে এসব প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান বন্ধ থাকবে।
পরীক্ষামূলক প্রয়োগের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শিশুদের টিকাদান কর্মসূচি। একসঙ্গে সারা দেশে দেওয়ার কথা থাকলেও আপাতত ঢাকার শিক্ষার্থীদেরই দেওয়া হচ্ছে। সংক্ষিপ্ত করা হয়েছে কেন্দ্রের সংখ্যা। ১২টি থেকে কমিয়ে আনা হয়েছে ৮-এ। এসব কেন্দ্রে প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
গতকাল সোমবার ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তবে এ দিন শুধু রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কয়েক শ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। মূল কার্যক্রম শুরু আজ। কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
উদ্বোধনী দিনে আনন্দের সঙ্গে টিকা নিতে দেখা যায় শিক্ষার্থীদের। নবম শ্রেণির শিক্ষার্থী তাহসান হোসেনকে দিয়েই শুরু হয় এই কর্মসূচি। এরপরই টিকা নেয় একই শ্রেণির শিক্ষার্থী মাহজাবিন তমা। তাহসান বলে, ‘সকাল থেকে একটু স্নায়ুচাপে ভুগেছি। কিছুটা ভয় হচ্ছিল। তবে আব্বু-আম্মু ও স্যারদের সহযোগিতায় সেই নার্ভাসনেস কেটেছে। এখন ভালোই লাগছে।’
টিকা নেওয়া আসন্ন এসএসসি পরীক্ষার্থী উম্মে হাবিবা বলে, ‘আব্বু-আম্মু দুজনই টিকা নিয়েছেন। কোনো সমস্যা দেখিনি। আমারও ভালো লাগছে। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। টিকা নিতে পারাটা অনেক আনন্দের।’
নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত ফারিহা বলে, ‘শুনেছি টিকা নিলে জ্বর আসে, হাত ব্যথা করে। তবে আমার হাত ব্যথা করলেও এখনো অন্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। টিকা নেওয়ার আগে সামান্য ভয় থাকলেও এখন ভালোই লাগছে। তবে আগের মতোই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন স্যারেরা।’
সন্তানকে টিকা দিতে পেরে খুশি ফারিহার মা-ও। বললেন, ‘আমি ও আমার স্বামী দুই মাস আগে টিকার পূর্ণ ডোজ নিয়েছি। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। আশা করি, ওরও কিছু হবে না।’
এদিকে টিকাদান শুরু হলেও সুরক্ষা অ্যাপে নিবন্ধনে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় জন্মসনদের মাধ্যমে নিবন্ধন করতে হচ্ছে শিক্ষার্থীদের। কিন্তু ওয়েবসাইটে ঢুকলে সনদ নম্বর ভুল দেখাচ্ছে, ফলে অনেকে শিক্ষার্থীর আগ্রহ থাকলেও নিবন্ধন জটিলতায় পাচ্ছে না। এমনই একজন স্কুলটির নবম শ্রেণির শিক্ষার্থী মোতাকাব্বির। রোববার রাতে কয়েক দফা চেষ্টার পরও নিবন্ধন করতে পারেননি তার বাবা মহিউদ্দিন খন্দকার।
বিষয়টি নিয়ে কথা হলে শ্রেণিশিক্ষক কোহিনূর বলেন, অনেকে বিষয়টি বলেছেন। অর্ধেকের বেশি শিক্ষার্থী নিবন্ধন করতে পারেনি। শুধু যে আমার সেকশন তা কিন্তু নয়। সব ক্লাসেই একই অবস্থা। ঊর্ধ্বতনের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য আবারও মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে পাঠানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকার কোনো সংকট নেই। তাদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই টিকার ৯৬ লাখ ডোজ আমরা হাতে পেয়েছি। এর মধ্যে ১৪ লাখ দেওয়া হয়েছে। হাতে থাকা ৮২ লাখ ডোজ শিক্ষার্থীদের দেওয়া হবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ থেকে মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, গুলশানের চিটাগাং গ্রামার স্কুল, বসুন্ধরা আবাসিক এলাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, মিরপুরের ঢাকা কমার্স কলেজ, ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরার সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাসটিকা স্কুলেও শুরু হচ্ছে টিকাদান। এ সময়ে এসব প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান বন্ধ থাকবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫