নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের গাড়ি, নির্বাচনী কার্যালয় ও প্রচার মাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার চরমান্দালিয়া ও খিদিরপুর ইউনিয়নে এই পৃথক ঘটনা ঘটে। হামলায় ৩ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এএসআই) শহিদুজ্জামান, এটিএসএআই সোহেল পারভেজ ও কনস্টেবল আবু নাইম বিন হুদা। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও শতাধিক লোকের নামে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার সমেদ চান্দের বাজারে চরমান্দালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনিছ উদ্দিন শাহিনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধা ঘণ্টা পর মাস্টারবাড়ি বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান আনিছ উদ্দিন শাহিনের সমর্থকেরা নৌকা প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে পার্শ্ববর্তী মতির বাজারে জড়ো হয়ে আবারও হামলার প্রস্তুতি নেন। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত সমর্থকেরা পুলিশের ওপর হামলাসহ গাড়ি ভাঙচুর করেন।
চরমান্দালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদির বলেন, ‘শাহিনের সমর্থকেরা আমার অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং চেয়ার, টেবিলসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে। ভাঙচুরের খবর শুনে আমার সমর্থকেরা এগিয়ে এলে তাদেরও মারধর করে তারা।’
আনারস প্রতীকের প্রার্থী আনিছ উদ্দিন শাহিন বলেন, ‘নৌকার সমর্থকেরা আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
অন্যদিকে খিদিরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিলের প্রচার মাইক, অটোরিকশা ভাঙচুর ও চালককে মারধর করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে সাগরদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামিল। তিনি বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যার পর সাগরদী বাজার এলাকায় নৌকার প্রার্থী রমিজ উদ্দিনের লোকজন আমার প্রচার মাইক, অটোরিকশা ভাঙচুর এবং চালককে মারধর করে।’
তবে নৌকার প্রার্থী রমিজ উদ্দিন বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা মতে ঘটেনি। প্রতিপক্ষ মিথ্যাচার করছে।’
থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, ‘এঘটনায় থানায় মামলা করা হয়েছে। এখন পর্যন্ত এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
নরসিংদীর মনোহরদীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের গাড়ি, নির্বাচনী কার্যালয় ও প্রচার মাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার চরমান্দালিয়া ও খিদিরপুর ইউনিয়নে এই পৃথক ঘটনা ঘটে। হামলায় ৩ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এএসআই) শহিদুজ্জামান, এটিএসএআই সোহেল পারভেজ ও কনস্টেবল আবু নাইম বিন হুদা। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও শতাধিক লোকের নামে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার সমেদ চান্দের বাজারে চরমান্দালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনিছ উদ্দিন শাহিনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধা ঘণ্টা পর মাস্টারবাড়ি বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান আনিছ উদ্দিন শাহিনের সমর্থকেরা নৌকা প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে পার্শ্ববর্তী মতির বাজারে জড়ো হয়ে আবারও হামলার প্রস্তুতি নেন। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত সমর্থকেরা পুলিশের ওপর হামলাসহ গাড়ি ভাঙচুর করেন।
চরমান্দালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদির বলেন, ‘শাহিনের সমর্থকেরা আমার অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং চেয়ার, টেবিলসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে। ভাঙচুরের খবর শুনে আমার সমর্থকেরা এগিয়ে এলে তাদেরও মারধর করে তারা।’
আনারস প্রতীকের প্রার্থী আনিছ উদ্দিন শাহিন বলেন, ‘নৌকার সমর্থকেরা আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
অন্যদিকে খিদিরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিলের প্রচার মাইক, অটোরিকশা ভাঙচুর ও চালককে মারধর করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে সাগরদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামিল। তিনি বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যার পর সাগরদী বাজার এলাকায় নৌকার প্রার্থী রমিজ উদ্দিনের লোকজন আমার প্রচার মাইক, অটোরিকশা ভাঙচুর এবং চালককে মারধর করে।’
তবে নৌকার প্রার্থী রমিজ উদ্দিন বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা মতে ঘটেনি। প্রতিপক্ষ মিথ্যাচার করছে।’
থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, ‘এঘটনায় থানায় মামলা করা হয়েছে। এখন পর্যন্ত এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪