গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ের আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজ, আবির, সোয়াদ, আফসানা, মিথিলা, হাবিবাসহ ১৫ জন শিক্ষার্থী নিয়ে গঠিত হয়েছে ‘খুদে ডাক্তার’ দল। চিকিৎসকের অ্যাপ্রোন পরে সব শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন তৈরি করছে তারা। এই সদস্যরা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের নাম তালিকাভুক্ত করে ওজন, উচ্চতা পরিমাপ করছে, কেউ আবার দৃষ্টিশক্তি নিরূপণ করছে।
গত বৃহস্পতিবার উপজেলার আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দীঘা এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ১৫ সদস্যের খুদে ডাক্তার দলের কার্যক্রম।
প্রতিবছর দুবার শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে শিক্ষকের কাছে তারা প্রতিবেদন জমা দেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ২০১১ সাল থেকে খুদে ডাক্তার কর্মসূচি শুরু করছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস থেকে পাঁচজন শিক্ষার্থীকে বাছাই করে এই খুদে ডাক্তার দল গঠন করা হয়।
শিক্ষকেরা বলছেন, সরকারের এই উদ্যোগের কারণে খুদে শিক্ষার্থীদের অনেকেই ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে।
আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির খুদে ডাক্তার মোয়াজ হক বলে, ‘ডাক্তারের পোশাক পরে এসব করার সময় মনে হয়, আমিও একজন ডাক্তার। বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব।’
পঞ্চম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার বলে, ‘আমরা এ কাজের মাধ্যমে নিজেরা উপকৃত হচ্ছি, আর পরিবারের সদস্যদেরও সচেতন করছি।’
গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক বলেন, ‘উপজেলায় ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এসব বিদ্যালয়ের ১ হাজার ৬৬৬ জন খুদে ডাক্তার রয়েছে। ওই খুদে ডাক্তাররা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। এই কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। তারা আরও বেশি পড়াশোনায় মনোযোগী হচ্ছে।’
ময়মনসিংহের গফরগাঁওয়ের আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজ, আবির, সোয়াদ, আফসানা, মিথিলা, হাবিবাসহ ১৫ জন শিক্ষার্থী নিয়ে গঠিত হয়েছে ‘খুদে ডাক্তার’ দল। চিকিৎসকের অ্যাপ্রোন পরে সব শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন তৈরি করছে তারা। এই সদস্যরা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের নাম তালিকাভুক্ত করে ওজন, উচ্চতা পরিমাপ করছে, কেউ আবার দৃষ্টিশক্তি নিরূপণ করছে।
গত বৃহস্পতিবার উপজেলার আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দীঘা এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ১৫ সদস্যের খুদে ডাক্তার দলের কার্যক্রম।
প্রতিবছর দুবার শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে শিক্ষকের কাছে তারা প্রতিবেদন জমা দেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ২০১১ সাল থেকে খুদে ডাক্তার কর্মসূচি শুরু করছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস থেকে পাঁচজন শিক্ষার্থীকে বাছাই করে এই খুদে ডাক্তার দল গঠন করা হয়।
শিক্ষকেরা বলছেন, সরকারের এই উদ্যোগের কারণে খুদে শিক্ষার্থীদের অনেকেই ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে।
আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির খুদে ডাক্তার মোয়াজ হক বলে, ‘ডাক্তারের পোশাক পরে এসব করার সময় মনে হয়, আমিও একজন ডাক্তার। বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব।’
পঞ্চম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার বলে, ‘আমরা এ কাজের মাধ্যমে নিজেরা উপকৃত হচ্ছি, আর পরিবারের সদস্যদেরও সচেতন করছি।’
গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক বলেন, ‘উপজেলায় ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এসব বিদ্যালয়ের ১ হাজার ৬৬৬ জন খুদে ডাক্তার রয়েছে। ওই খুদে ডাক্তাররা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। এই কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। তারা আরও বেশি পড়াশোনায় মনোযোগী হচ্ছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫