রবিউল ইসলাম, অভয়নগর
মাত্র হেমন্ত শুরু। শীত আসতে এখনো দেড় মাস বাকি। ইতিমধ্যেই প্রকৃতিতে শুরু হয়েছে শীতের আমেজ। আর এই শীতের আগমনে অভয়নগরে আগাম রস সংগ্রহ নিয়ে কর্মব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা।
গ্রাম-বাংলার ঐতিহ্য খেজুরের গাছ পরিষ্কার ও রস সংগ্রহের নানান প্রস্তুতি নিয়ে গাছিদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
খেজুর রসের জন্য যশোরের যে ঐতিহ্য, এর পেছনে রয়েছে গাছিদের শ্রম–ঘাম। গ্রামীণ জীবনে এই গাছিদের কাছে শীত আসে ভিন্ন মাত্রা নিয়ে। নানান স্বপ্ন আর প্রত্যাশায় তাঁদের অনেকটা সময় কেটে যায় খেজুরগাছের সঙ্গে। দিনের বেশির ভাগ সময় পার হয় এক গাছ থেকে অন্য গাছে উঠে।
প্রেমবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের হারান গাছি বলেন, ‘খেজুরগাছ অল্প বয়স থেকে রস দেওয়া শুরু করে। ত্রিশ–পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত রস পাওয়া যায়। তবে গাছ যতই পুরোনো হয় রস দেওয়া ততই কমে যায়। পুরোনো গাছ রস কম দিলেও পুরোনো গাছের রস খুবই মিষ্টি ও সুস্বাদু হয়। মাঝ বয়সের গাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণ রস পাওয়া যায়।’
হারান গাছি বলেন, ‘রস সংগ্রহের জন্য সাধারণত কার্তিক মাসে খেজুর গাছ পরিষ্কারের কাজ শুরু করা হয়। অগ্রহায়ণ থেকেই রস পাওয়া যায়। রসের ধারা চলতে থাকে ফাল্গুন মাস পর্যন্ত। শীতের সঙ্গে রস ঝরার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শীত যত বেশি পড়বে তত বেশি রস ঝরবে। রসের স্বাদও ততই মিষ্টি হবে। অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাস হলো রসের ভরা মৌসুম। অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত স্থান ভেদে একটি খেজুর গাছে মাসে ৪০-৫০ কেজি রস পাওয়া যায়।’
আগাম খেজুর গাছ পরিষ্কার করার বিষয়ে নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রামের আহাদ গাছি বলেন, ‘শীতের শুরুতে রস পাওয়া গেলে দাম অনেক বেশি পাওয়া যায়। আমাদের সংসার চলে রস বিক্রি করে। কিছুদিন আগে তালের রস বিক্রি করেছি। আর এখন আগে ভাগে খেজুর রসের জন্য গাছ পরিষ্কার করছি।’
শীত এলেই খেজুর রসের বিশেষ কদর দেখা যায় গ্রামাঞ্চলে। পিঠাপুলির জন্য এই রসের কোনো বিকল্প নেই। এই রস আজও টিকিয়ে রেখেছে পিঠাপুলির স্বাদ।
মাত্র হেমন্ত শুরু। শীত আসতে এখনো দেড় মাস বাকি। ইতিমধ্যেই প্রকৃতিতে শুরু হয়েছে শীতের আমেজ। আর এই শীতের আগমনে অভয়নগরে আগাম রস সংগ্রহ নিয়ে কর্মব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা।
গ্রাম-বাংলার ঐতিহ্য খেজুরের গাছ পরিষ্কার ও রস সংগ্রহের নানান প্রস্তুতি নিয়ে গাছিদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
খেজুর রসের জন্য যশোরের যে ঐতিহ্য, এর পেছনে রয়েছে গাছিদের শ্রম–ঘাম। গ্রামীণ জীবনে এই গাছিদের কাছে শীত আসে ভিন্ন মাত্রা নিয়ে। নানান স্বপ্ন আর প্রত্যাশায় তাঁদের অনেকটা সময় কেটে যায় খেজুরগাছের সঙ্গে। দিনের বেশির ভাগ সময় পার হয় এক গাছ থেকে অন্য গাছে উঠে।
প্রেমবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের হারান গাছি বলেন, ‘খেজুরগাছ অল্প বয়স থেকে রস দেওয়া শুরু করে। ত্রিশ–পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত রস পাওয়া যায়। তবে গাছ যতই পুরোনো হয় রস দেওয়া ততই কমে যায়। পুরোনো গাছ রস কম দিলেও পুরোনো গাছের রস খুবই মিষ্টি ও সুস্বাদু হয়। মাঝ বয়সের গাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণ রস পাওয়া যায়।’
হারান গাছি বলেন, ‘রস সংগ্রহের জন্য সাধারণত কার্তিক মাসে খেজুর গাছ পরিষ্কারের কাজ শুরু করা হয়। অগ্রহায়ণ থেকেই রস পাওয়া যায়। রসের ধারা চলতে থাকে ফাল্গুন মাস পর্যন্ত। শীতের সঙ্গে রস ঝরার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শীত যত বেশি পড়বে তত বেশি রস ঝরবে। রসের স্বাদও ততই মিষ্টি হবে। অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাস হলো রসের ভরা মৌসুম। অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত স্থান ভেদে একটি খেজুর গাছে মাসে ৪০-৫০ কেজি রস পাওয়া যায়।’
আগাম খেজুর গাছ পরিষ্কার করার বিষয়ে নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রামের আহাদ গাছি বলেন, ‘শীতের শুরুতে রস পাওয়া গেলে দাম অনেক বেশি পাওয়া যায়। আমাদের সংসার চলে রস বিক্রি করে। কিছুদিন আগে তালের রস বিক্রি করেছি। আর এখন আগে ভাগে খেজুর রসের জন্য গাছ পরিষ্কার করছি।’
শীত এলেই খেজুর রসের বিশেষ কদর দেখা যায় গ্রামাঞ্চলে। পিঠাপুলির জন্য এই রসের কোনো বিকল্প নেই। এই রস আজও টিকিয়ে রেখেছে পিঠাপুলির স্বাদ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫