Ajker Patrika

‘যে কোবাইলো, তারেই চার্জশিট থাইক্ক্যা বাদ’

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২০: ২৭
‘যে কোবাইলো, তারেই চার্জশিট থাইক্ক্যা বাদ’

‘যে আমারে কোবাইলো, পুলিশ তারেই চার্জশিট থাইক্ক্যা বাদ দিলো।’ ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন উপজেলার সহনাটি গ্রামের নজরুল ইসলাম (৪০)। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন তিনি।

হামলার শিকার নজরুল ইসলাম বলেন, তাঁর ওপর হামলাকারী মনজুরুল হকসহ আরও তিনজনকে পুলিশ মামলার চার্জশিট থেকে বাদ দিয়েছেন। এঁরা এখন তাঁর পরিবারের লোকজনকে নানা হুমকি দিচ্ছেন। মামলা করার পর পুলিশ এ পর্যন্ত ৩০-৪০ হাজার টাকা নিয়েছে। ভালো ব্যবহারটুকুও করেনি। আসামিদের গ্রেপ্তারেও পুলিশের আন্তরিকতা নেই।

সাংবাদিক সম্মেলনে সাইদুল ইসলামের বাবা-মাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে আহত নজরুলের ভাই সাইদুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, ১০ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী হাসেম দলবদ্ধভাবে তাঁদের ওপর হামলা চালায়। তাই ২৭ মার্চ হাসেম, মাহবুব, মনজুরুল হক, ফজলু, নাজমুল, মলি আক্তার, বজলুসহ ৪-৫ জনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা করা হয়।

আরও বলেন, ১০ অক্টোবর পুলিশ অভিযুক্ত মনজুরুল, মলি ও বজলুকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করে। মনজুরুল তাঁর ভাই নজরুলকে কুপিয়ে গুরুতর জখম করেন। তিনি এখনো চিকিৎসাধীন। মলি তাঁর চাচা আব্দুল মান্নানের মাথায় আঘাত করেন। তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি।

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শামছুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্তে যাদের অপরাধী হিসেবে পেয়েছেন, তাঁদের নামেই আদালতে চার্জশিট দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত