Ajker Patrika

বিস্কুটের গুদামে আগুনের ঘটনায় মামলা

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩৩
বিস্কুটের গুদামে আগুনের ঘটনায় মামলা

মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি বিস্কুটের গোডাউনে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে মাদারীপুর পৌরসভার হাজরাপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মাহফুজুর রহমান রোমান বাদী হয়ে গতকাল মাদারীপুর চিফ জুডিশিয়াল আদালতে একটি মামলা করেছেন। মামলায় আসামি করা হয় একই এলাকার খোকন মোল্লা, শেখ দুলাল আহম্মেদ ও নুরু গরামীকে ।

জানা গেছে, পৌরসভার হাজরাপুর গ্রামের চর খাগদী মৌজায় মাহফুজুর রহমান রোমান ও তার স্ত্রী নাঈমা রহমান সাত বছর আগে ৬২ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকেই ওই এলাকার খোকন মোল্লা ও শেখ দুলাল আহম্মেদ মিয়ার সঙ্গে ওই জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত সোমবার সন্ধ্যায় রোমান আর শেখ দুলালের সঙ্গে কথা কাটাকাটি হয়। রাত দেড়টার দিকে শেখ দুলাল আর খোকন মোল্লার লোকজন রোমানের একটি বিস্কুট গোডাউনে আগুন ধরিয়ে দেয় বলে রোমানের অভিযোগ।

পরে মাদারীপুরের ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে চরমুগরিয়ার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুনের ফলে গোডাউনে থাকা প্রায় এক লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার সকালে সদর থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন।

ভুক্তভোগী মাহফুজুর রহমান রোমান বলেন, ‘জমির বিরোধ ধরে শেখ দুলাল আর খোকন মোল্লার লোকজন আমার গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে। এর আগেও গত বছর আমার নির্মাণাধীন ঘরে আগুন ধরিয়ে দেয়। তাদের বিরুদ্ধে তখনো মামলা করেছিলাম। পরপর দুবার তারা এমন ক্ষতি করল। তাদের কঠোর বিচার হওয়া উচিত।

ঘটনার পর থেকে শেখ দুলাল আর খোকন মোল্লাকে বাড়িতে পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা দাবি করেন, তারা বাড়িতে নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত