Ajker Patrika

৪৬ বছর পানি পান করেননি রিয়াজ

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২১: ৩৮
৪৬ বছর পানি পান করেননি রিয়াজ

নান্দাইলে দীর্ঘ ৪৬ বছর পানি না করেননি রিয়াজ উদ্দিন (৮৭)। এমন ঘটনা বিভিন্ন পত্রিকা ও ফেসবুকে প্রচার হলে গত বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটি গত বৃহস্পতিবার রিয়াজের বাড়ি যান।

রিয়াজ উদ্দিন চন্ডিপাশা ইউনিয়নের বীরঘোষপালা গ্রামের বাসিন্দা। তদন্ত কমিটির সভাপতি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুর রশিদ। সদস্যরা হলেন মেডিকেল কর্মকর্তা ইমদাদুল মাগফুর ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হক।

খোঁজ খবর নিয়ে পানি পান না করার প্রাথমিক সত্যতা পান তদন্ত কমিটি। পরে রিয়াজের পানি খাওয়ানোর ব্যবস্থা করতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন বলে ওই পরিবারকে তদন্ত কমিটি আশ্বাস দেন।

ডা. মো. মাহমুদুর রশিদ বলেন, ‘আমরা তিন সদস্যের একটি টিম রিয়াজের বাড়িতে গিয়ে খোঁজখবরসহ প্রাথমিক পরীক্ষা করেছি। তাতে তিনি পানি পান না করার সত্যতা পেয়েছি। তবে চিকিৎসা না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত