Ajker Patrika

বাংলাদেশের প্রস্তুতি বিশেষ ক্যাম্প দুবাই, ওমান নাকি সিঙ্গাপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের প্রস্তুতি বিশেষ ক্যাম্প দুবাই, ওমান নাকি সিঙ্গাপুরে

বৃষ্টি বাগড়ায় টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের তিন দিনের বিশেষ ক্যাম্প এক দিনেই ভেস্তে গেছে। স্বাভাবিকভাবে বিকল্প ভাবতে হচ্ছে বিসিবিকে। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে আর কোনো অনুশীলন সূচি না থাকায় দেশের বাইরে একটা ক্যাম্প করতে চাচ্ছে বিসিবি।

যদিও দেশের বাইরে কোথায় হবে ক্যাম্প, সেটা এখনো চূড়ান্ত নয়। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত, ওমান কিংবা সিঙ্গাপুরে হতে পারে ৪-৫ দিনের এই ক্যাম্প। নিউজিল্যান্ড ভ্রমণের বিষয়টি বিবেচনা করে সিঙ্গাপুরে অনুশীলন করতে বেশি আগ্রহী বিসিবি। কিন্তু সেখানে ক্রিকেটীয় সুযোগ-সুবিধা কতটা পাওয়া যাবে, সেটিও ভাবনায় রাখতে হচ্ছে। সিঙ্গাপুরে না হলে মরুর দিকে যেতে পারে বাংলাদেশ। এ বিষয়ে সিদ্ধান্ত হবে আজই।

দেশের বাইরে ক্যাম্প নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘যে পরিকল্পনাগুলো ছিল, ওরা একটাও করতে পারছে না। দুয়েক দিনের মধ্যে ঠিক হবে বলেও মনে হচ্ছে না (আবহাওয়া)।

আমরা বিকল্প একটা ব্যবস্থা ভেবে দেখছি। ওরা ৩-৪ দিনের জন্য কোথাও গিয়ে খেলতে চায়।’

বিশেষ ক্যাম্প শেষে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে রওনা দেবে বাংলাদেশ। আগামী ২ অক্টোবর নিউজিল্যান্ডে পৌঁছে ৪ ও ৫ অক্টোবর অনুশীলনের সুযোগ মিলবে। ৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ। পর্যাপ্ত অনুশীলন না হওয়ায় নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে বিশেষ ক্যাম্প করতে চাচ্ছে বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত