রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় অন্তত ৩০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর পাঠানবাড়ি এলাকায় গত শুক্রবার বিকেল ও গতকাল শনিবার ভোরে দুই দফায় এ হামলা ও লুটপাট চালানো হয়। পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৮ নভেম্বর মুছাপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীকে অগ্নিসংযোগ ও পোস্টার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে গত ২৪ নভেম্বর দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর পর নৌকার প্রার্থী মো. হোসেন ভূঁইয়ার সমর্থক (মোল্লাবাড়ি) ও স্বতন্ত্র প্রার্থী সানাউল্লাহ ভূঁইয়ার সমর্থকদের (পাঠানবাড়ি) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচনে জয়ী হন মো. হোসেন ভূঁইয়া। এর জের ধরে নির্বাচনের পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে গত ২৪ ডিসেম্বর স্থানীয় এক ওয়াজ মাহফিলে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে আবারও তাঁরা সংঘর্ষে জড়ান। ওই ঘটনার পর উভয়পক্ষই মামলা করে। পরে গ্রাম্য সালিসে আপস-মীমাংসা হয়।
গত শুক্রবার সকালে মসজিদে কাজ করার সময় মোল্লা বাড়ির পক্ষের সমর্থক মোশাররফ নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। বিকেলে প্রথম দফায় পাঠানবাড়ির লোকজন মোল্লাবাড়ির কয়েকটি বসতভিটায় হামলা করে। পরে মোল্লাবাড়ির লোকজন সংগঠিত হয়ে পাঠানবাড়ির বসতভিটায় পাল্টা হামলা চালায়। গতকাল শনিবার ভোরে মোল্লাবাড়ির লোকজন খোদাবক্স বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে পাঠানবাড়ির লোকজনের বসতভিটায় দ্বিতীয় দফা হামলা চালান।
ভুক্তভোগী খোশেদা বেগম, আপেল মিয়ার স্ত্রী হাফেজা বেগমসহ অনেকেই জানান, মোল্লাবাড়ির পক্ষের লোক আল মামুনের নির্দেশে খোদাবক্স ও মোল্লাবাড়ির লোকজন তাঁদের অন্তত ৩০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
এ নিয়ে জানতে চাইলে আল মামুন অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনের সময়ে যে তুচ্ছ ঘটনা ঘটেছিল সেখানে আমাদের কিছু লোকজন জড়িত ছিল। কিন্তু নতুন এই ঘটনার সঙ্গে আমি এবং আমার লোকজন জড়িত না। পাঠানবাড়ির লোকজন মোল্লাবাড়ির মোশারফকে ছুরিকাঘাত করে। পরে হয়তো তারা এসব ঘটিয়েছে।’
এ ব্যাপারে মোল্লাবাড়ির বাসিন্দা মো. শাজাহান মিয়া বলেন, ‘শুক্রবার পাঠানবাড়ির কাছে মসজিদে নির্মাণকাজ করছিল আমার এলাকার মোশারফ মিয়া নামে এক রাজমিস্ত্রি। তুচ্ছ ঘটনায় পাঠানবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোশারফকে ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে তারাই আবার পাশের তুলাতলী থেকে দুই নৌকা বোঝাই করে লোকজন এনে এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে এসব হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে।’
এ ব্যাপারে জানতে চাইলে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সহিংসতা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নরসিংদীর রায়পুরায় অন্তত ৩০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর পাঠানবাড়ি এলাকায় গত শুক্রবার বিকেল ও গতকাল শনিবার ভোরে দুই দফায় এ হামলা ও লুটপাট চালানো হয়। পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৮ নভেম্বর মুছাপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীকে অগ্নিসংযোগ ও পোস্টার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে গত ২৪ নভেম্বর দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর পর নৌকার প্রার্থী মো. হোসেন ভূঁইয়ার সমর্থক (মোল্লাবাড়ি) ও স্বতন্ত্র প্রার্থী সানাউল্লাহ ভূঁইয়ার সমর্থকদের (পাঠানবাড়ি) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচনে জয়ী হন মো. হোসেন ভূঁইয়া। এর জের ধরে নির্বাচনের পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে গত ২৪ ডিসেম্বর স্থানীয় এক ওয়াজ মাহফিলে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে আবারও তাঁরা সংঘর্ষে জড়ান। ওই ঘটনার পর উভয়পক্ষই মামলা করে। পরে গ্রাম্য সালিসে আপস-মীমাংসা হয়।
গত শুক্রবার সকালে মসজিদে কাজ করার সময় মোল্লা বাড়ির পক্ষের সমর্থক মোশাররফ নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। বিকেলে প্রথম দফায় পাঠানবাড়ির লোকজন মোল্লাবাড়ির কয়েকটি বসতভিটায় হামলা করে। পরে মোল্লাবাড়ির লোকজন সংগঠিত হয়ে পাঠানবাড়ির বসতভিটায় পাল্টা হামলা চালায়। গতকাল শনিবার ভোরে মোল্লাবাড়ির লোকজন খোদাবক্স বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে পাঠানবাড়ির লোকজনের বসতভিটায় দ্বিতীয় দফা হামলা চালান।
ভুক্তভোগী খোশেদা বেগম, আপেল মিয়ার স্ত্রী হাফেজা বেগমসহ অনেকেই জানান, মোল্লাবাড়ির পক্ষের লোক আল মামুনের নির্দেশে খোদাবক্স ও মোল্লাবাড়ির লোকজন তাঁদের অন্তত ৩০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
এ নিয়ে জানতে চাইলে আল মামুন অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনের সময়ে যে তুচ্ছ ঘটনা ঘটেছিল সেখানে আমাদের কিছু লোকজন জড়িত ছিল। কিন্তু নতুন এই ঘটনার সঙ্গে আমি এবং আমার লোকজন জড়িত না। পাঠানবাড়ির লোকজন মোল্লাবাড়ির মোশারফকে ছুরিকাঘাত করে। পরে হয়তো তারা এসব ঘটিয়েছে।’
এ ব্যাপারে মোল্লাবাড়ির বাসিন্দা মো. শাজাহান মিয়া বলেন, ‘শুক্রবার পাঠানবাড়ির কাছে মসজিদে নির্মাণকাজ করছিল আমার এলাকার মোশারফ মিয়া নামে এক রাজমিস্ত্রি। তুচ্ছ ঘটনায় পাঠানবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোশারফকে ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে তারাই আবার পাশের তুলাতলী থেকে দুই নৌকা বোঝাই করে লোকজন এনে এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে এসব হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে।’
এ ব্যাপারে জানতে চাইলে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সহিংসতা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫