Ajker Patrika

ঘরোয়া ক্রিকেটে অনীহায় টেস্টে ধারাবাহিক ব্যর্থতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুন ২০২২, ১১: ৩৯
ঘরোয়া ক্রিকেটে অনীহায় টেস্টে ধারাবাহিক ব্যর্থতা

ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্করণ হচ্ছে টেস্ট ক্রিকেট। ২২ বছরে এই সংস্করণে খুব একটা উন্নতি করতে পারেনি বাংলাদেশ। সাদা পোশাকের ক্রিকেটে এমন সাফল্যখরার কারণ হিসেবে ঘরোয়া ক্রিকেটের কাঠামোকেই দায়ী করেন ক্রিকেট বিশ্লেষকেরা। জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে খেলতে অনীহাও ব্যর্থতার আরেকটি কারণ মনে করেন তাঁরা।

 ২২ বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতি না দেখে হতাশা লুকাননি দেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। ক্রিকেট কাঠামোর উন্নতি ও ক্রিকেটারদের মান বৃদ্ধির পরও এমন ব্যর্থতাকে তিনি ‘রহস্যজনক’ হিসেবে অভিহিত করেছেন তিনি। গতকাল মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ক্রিকেটের মূল জায়গা হচ্ছে টেস্ট। আমরা মর্যাদা পেয়েছি, টেস্ট খেলছি অনেক দিন ধরে। আমাদের টেস্টের সংস্কৃতি, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে আরেকটু যত্নবান হতে হবে। তা ছাড়া, টেস্টে ভালো খেলার অন্য কোনো উপায় নেই।’

সর্বশেষ কয়েকটি সিরিজে বাংলাদেশের ব্যাটাররা ধারাবাহিক ব্যর্থ হচ্ছেন। একই সঙ্গে বোলারদের দেশের বাইরে ধারাবাহিক প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় ঘরোয়া ক্রিকেটের প্রতি তাঁদের অনীহাকেই দায়ী মনে করেন দুর্জয়। তিনি বলেছেন, ‘টেস্টে বিশেষ কিছু জায়গা আছে। ফাস্ট বোলারদের বল সুইং করাতে হবে, স্পিনারদের ক্ষেত্রে বল ঘোরাতে হবে। শুধু গৎবাঁধা ওয়ানডে, টি-টোয়েন্টির মতো ফ্ল্যাট উইকেটের কৌশলে বোলিং করে যাই, এটা টেস্টে অনেক জায়গায় ফল দেয় না।’

টেস্টে উন্নতি করতে ঘরোয়া ক্রিকেটই একমাত্র মানদণ্ড। লাল বলের ক্রিকেটে উন্নতি করতে হলে ঘরোয়া ক্রিকেটের উন্নতির বিকল্প নেই। অথচ ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ক্রিকেটকে যতটা গুরুত্বের সঙ্গে দেখা হয়, লাল বলের ক্রিকেটকে নয়। শুধু ক্রিকেটাররাই না, ক্লাব কর্মকর্তারাও সাফল্যের পেছনে ছুটতে গিয়ে সাদা বলের ক্রিকেটেই বেশি মনোযোগী থাকেন বলে মনে করেন দুর্জয়। আরেক সাবেক অধিনায়ক আকরাম খান ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক বিষয় সামনে এনেছেন, ‘মানসিক স্বচ্ছন্দ বাড়াতে হবে। বেশি চাপ নিয়ে নেয়, তাহলে সম্ভব না। আমাকে রান করতেই হবে, এ জিনিসটা হলে হবে না। আর খেলোয়াড়দের সংবাদমাধ্যম এড়িয়ে চলতে হবে।

ভালো করলে ভালো, আর যদি খারাপ করে তাহলে সংবাদমাধ্যমের খবর পড়লে মানসিক চাপটা বেড়ে যায়।’

অ্যান্টিগা টেস্টে ৭ উইকেটে হেরে অধিনায়ক সাকিব আল হাসান কাঠগড়ায় তুলেছিলেন সতীর্থ ব্যাটারদের। টেকনিকের দুর্বলতা নিয়েও আফসোস ঝরেছে তাঁর কণ্ঠে। এই আফসোস নিয়ে গতকাল অ্যান্টিগা থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু সেন্ট লুসিয়ায় গেছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত