Ajker Patrika

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০: ৫১
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো এ সমাবেশের আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর:

কলাপাড়া: গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। তবে পুলিশের বাধায় মিছিলটি বেশি দূর এগোতে না পারায় পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন প্রমুখ।

দশমিনা: সকাল ১০টায় দশমিনার প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলিম তালুকদার, যুবদলের আহ্বায়ক এনামুল হক রতন, সদস্যসচিব শামিম খান প্রমুখ।

মঠবাড়িয়া: গতকাল সকালে বিএনপির উদ্যোগে শহরের বালুর মাঠসংলগ্ন দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক সালাহউদ্দিন ফারুক, সহসভাপতি হাবিবুর রহমান আকন, জালাল মৃধা, সাংগঠনিক সম্পাদক জসিম ফরাজী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত