Ajker Patrika

আতসু কি তবে উদ্ধার হননি

আতসু কি তবে উদ্ধার হননি

তুরস্ক এখন ধ্বংশাবশেষ। গত সোমবার ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির সীমান্তবর্তী বিল্ডিংগুলো। খবর আসে, সেখানে আটকে আছেন তুরস্কের শীর্ষ ফুটবল লিগের ক্লাব হাতায়স্পোরের ঘানাইয়ান উইঙ্গার ক্রিস্টিয়ান আতসু। সেই ধ্বংসস্তুপ থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করার খবরও আসে গত মঙ্গলবার।

আতসুকে উদ্ধারের আনন্দ ছড়িয়ে পড়ে ফুটবলপ্রেমীদের কাছে। চেলসির সাবেক তারকাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন হাতায়স্পোরের সহ-সভাপতি মুস্তফা ওজাত। তবে বিবিসিকে গতকাল আতসুর এজেন্ট নানা সেচেরে জানিয়েছেন, এই ফুটবলার কোথায় আছেন জানেন না। তিনি বলেছেন, ‘ক্রিস্টিয়ানকে শনাক্ত করতে আমরা সব করছি। এটি তাঁর পরিবারের জন্য খুব খারাপ সময় হতে যাচ্ছে।’

গত পরশু ধ্বংসস্তূপ থেকে মৃত উদ্ধার করা হয়েছে আরেক ফুটবলার আহমেত ইয়ুপ তুরকাস্লানকে। তুরস্কের এই গোলরক্ষক খেলতেন দেশটির দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালাতিয়াস্পোরে। তুরকাস্লানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তাঁর ক্লাব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত