Ajker Patrika

বিএনপির সভায় বিক্ষুব্ধ অংশের হামলা

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১২: ৪০
বিএনপির সভায় বিক্ষুব্ধ অংশের হামলা

গাজীপুরের শ্রীপুর উপজলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভায় হামলা চালিয়েছে দলের বিক্ষুব্ধ একটি অংশ। গতকাল বুধবার বিকেলে মাওনা চৌরাস্তার মিজান সিটি কমপ্লক্সে এ হামলার ঘটনা ঘটে। হামলায় মতবিনিময় সভা পন্ড হয়ে যায়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল হাসানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শ্রীপুর উপজলা বিএনপির সদস্যসচিব আক্তারুল আলম মাষ্টার বলেন, গত ৮ অক্টোবর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হলেও প্রথমবারের মতো এ মতবিনিময় কমিটির আয়োজন করা হয়। সভা শুরুতেই তেলিহাটি ইউনিয়ন বিএনপির নেতা–কর্মীরা হামলা চালান।’

তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহজাহান মোড়ল বলেন, ‘আহবায়ক কমিটিতে আমাদের ইউনিয়ন থেকে নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়নি। এ নিয়ে দলীয় নেতা–কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আমরা সভা আয়োজনের প্রতিবাদ জানাতে গেলে আমাদের ওপর হামলা করেন তাঁরা।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত