ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে প্রচার এখন তুঙ্গে। ভোর থেকে মধ্য রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। ভোটারদের সঙ্গে প্রার্থীরা হাত মেলাচ্ছেন এবং ভোট দেওয়ার অনুরোধ করছেন। পথসভা আর বর্ণিল শোভাযাত্রার মাধ্যমেও তারা ভোট প্রার্থনা করে যাচ্ছেন।
এদিকে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত অনেক প্রার্থী স্বতন্ত্র হয়ে কেউ আবার সরাসরি নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে। এবারের নির্বাচনে বিএনপি প্রার্থী না দিলেও দলের অনেক নেতা-কর্মী স্বতন্ত্র হয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
জানা যায়, ডুমুরিয়ায় ১৪টি ইউপিতে ৬৩ জন চেয়ারম্যান, সংরক্ষিত ১৬১ ও সাধারণ সদস্য পদে ৫১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ৫ নং আটলিয়া ইউনিয়ন হতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতাপ কুমার রায়, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে শেখ হেলাল উদ্দিন ও ঘোড়া প্রতীকে বিএনপি নেতা সরদার দৌলত হোসেন এবং সংরক্ষিত মহিলা আসনে ১১ ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে ১২টি কেন্দ্রে ২৬ হাজার ২০৬ জন ভোটারের মধ্যে মহিলা ১৩ হাজার ৪ জন এবং পুরুষ ১৩ হাজার ২০২ জন।
৬ নং মাগুরাঘোনা ইউনিয়নে আওয়ামী’লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে রফিকুল ইসলাম হেলাল, ইসলামিক আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকে মো. শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকে আব্দুল আজিজ বিশ্বাস, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে বিএনপি নেতা আশরাফুল ইসলাম, আনারস প্রতীকে আওয়ামী লীগের আব্দুল আজিজ, মোটরসাইকেল প্রতীকে জামায়াত নেতা আব্দুল হালিম, চশমা প্রতীকে বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদসহ সংরক্ষিত সদস্য পদে ১৪ ও সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ৯টি কেন্দ্রে ১৮ হাজার ৩৩৪ জন মোট ভোটারের মধ্যে মহিলা ৯ হাজার ৭০ জন এবং পুরুষ ৯ হাজার ২৬৪ জন।
আটলিয়ায় স্বতন্ত্র প্রার্থী শেখ হেলাল উদ্দিন বলেন, গত ইউপি উপনির্বাচনে আমি ২য় স্থানে ছিলাম। এর পর থেকে দীর্ঘ ৪টি বছর আমি জনগণের পাশে থেকে তাদের বিপদে আপদে পাশে থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করেছি। বিশেষ করে করোনাকালে গরিব অসহায়দের পাশে থেকে সাহায্য সহযোগিতাও করেছি।
নৌকা প্রতীকের প্রার্থী প্রতাপ রায় বলেন, আমার এখানে দলের মনোনয়নবঞ্চিত হয়ে এবিএম শফিকুল ইসলামসহ কয়েকজন তার অনুসারী ব্যক্তি সরাসরিভাবে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিষয়টি আমি লিখিতভাবে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অবহিত করেছি। এদিকে মাগুরাঘোনায় আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত নেতারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে অভিযোগ করে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম হেলাল বলেন, দলের কিছু লোকজন নৌকাকে হারানোর জন্য পরিকল্পিতভাবে যা যা করা দরকার তাই করছে। তবুও বলব জনগণ আমাকে যেভাবে সাড়া দিচ্ছে আমি আশা করি জয়লাভ করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ বলেন, উপজেলার ১৪টি ইউনিয়নের ইউপি নির্বাচনের প্রচারণা ২/১টি তুচ্ছ ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চলছে। সব প্রার্থীই কোন ধরনের ভয়ভীতি ছাড়াই নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছেন।
ডুমুরিয়ায় ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে প্রচার এখন তুঙ্গে। ভোর থেকে মধ্য রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। ভোটারদের সঙ্গে প্রার্থীরা হাত মেলাচ্ছেন এবং ভোট দেওয়ার অনুরোধ করছেন। পথসভা আর বর্ণিল শোভাযাত্রার মাধ্যমেও তারা ভোট প্রার্থনা করে যাচ্ছেন।
এদিকে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত অনেক প্রার্থী স্বতন্ত্র হয়ে কেউ আবার সরাসরি নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে। এবারের নির্বাচনে বিএনপি প্রার্থী না দিলেও দলের অনেক নেতা-কর্মী স্বতন্ত্র হয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
জানা যায়, ডুমুরিয়ায় ১৪টি ইউপিতে ৬৩ জন চেয়ারম্যান, সংরক্ষিত ১৬১ ও সাধারণ সদস্য পদে ৫১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ৫ নং আটলিয়া ইউনিয়ন হতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতাপ কুমার রায়, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে শেখ হেলাল উদ্দিন ও ঘোড়া প্রতীকে বিএনপি নেতা সরদার দৌলত হোসেন এবং সংরক্ষিত মহিলা আসনে ১১ ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে ১২টি কেন্দ্রে ২৬ হাজার ২০৬ জন ভোটারের মধ্যে মহিলা ১৩ হাজার ৪ জন এবং পুরুষ ১৩ হাজার ২০২ জন।
৬ নং মাগুরাঘোনা ইউনিয়নে আওয়ামী’লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে রফিকুল ইসলাম হেলাল, ইসলামিক আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকে মো. শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকে আব্দুল আজিজ বিশ্বাস, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে বিএনপি নেতা আশরাফুল ইসলাম, আনারস প্রতীকে আওয়ামী লীগের আব্দুল আজিজ, মোটরসাইকেল প্রতীকে জামায়াত নেতা আব্দুল হালিম, চশমা প্রতীকে বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদসহ সংরক্ষিত সদস্য পদে ১৪ ও সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ৯টি কেন্দ্রে ১৮ হাজার ৩৩৪ জন মোট ভোটারের মধ্যে মহিলা ৯ হাজার ৭০ জন এবং পুরুষ ৯ হাজার ২৬৪ জন।
আটলিয়ায় স্বতন্ত্র প্রার্থী শেখ হেলাল উদ্দিন বলেন, গত ইউপি উপনির্বাচনে আমি ২য় স্থানে ছিলাম। এর পর থেকে দীর্ঘ ৪টি বছর আমি জনগণের পাশে থেকে তাদের বিপদে আপদে পাশে থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করেছি। বিশেষ করে করোনাকালে গরিব অসহায়দের পাশে থেকে সাহায্য সহযোগিতাও করেছি।
নৌকা প্রতীকের প্রার্থী প্রতাপ রায় বলেন, আমার এখানে দলের মনোনয়নবঞ্চিত হয়ে এবিএম শফিকুল ইসলামসহ কয়েকজন তার অনুসারী ব্যক্তি সরাসরিভাবে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিষয়টি আমি লিখিতভাবে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অবহিত করেছি। এদিকে মাগুরাঘোনায় আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত নেতারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে অভিযোগ করে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম হেলাল বলেন, দলের কিছু লোকজন নৌকাকে হারানোর জন্য পরিকল্পিতভাবে যা যা করা দরকার তাই করছে। তবুও বলব জনগণ আমাকে যেভাবে সাড়া দিচ্ছে আমি আশা করি জয়লাভ করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ বলেন, উপজেলার ১৪টি ইউনিয়নের ইউপি নির্বাচনের প্রচারণা ২/১টি তুচ্ছ ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চলছে। সব প্রার্থীই কোন ধরনের ভয়ভীতি ছাড়াই নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫