Ajker Patrika

ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি অনেকের অজানা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২: ৫৯
ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি অনেকের অজানা

চৌদ্দগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার গতকাল শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে। আগামীকাল রোববার ভোট গ্রহণ করা হবে। উপজেলার ১২টি ইউপির মধ্যে ১ নম্বর কাশিনগর ইউপিতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তবে এখানকার সাধারণ ভোটাররা বিশেষ করে বৃদ্ধরা ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে অন্ধকারে রয়েছেন। তেমনি এ নিয়ে তাঁদের মধ্যে রয়েছে কৌতূহল। সরেজমিন কথা বলে এ পরিস্থিতি জানা গেছে।

শাহাপুর গ্রামের ৯০ বছর বয়সী মনু মিয়া বলেন, ‘ইভিএম কী। এটা আমরা বুঝি না। ভোট কীভাবে দিতে হয়, তা-ও জানি না। তবে শুনেছি, ইভিএমে ভোট দিতে সহজ।’ একই গ্রামের ৬৫ বছর বয়সী ইয়াছিন মিয়া বলেন, ‘ইভিএম চিনি না। ব্যালটে ভোট হলে ভালো হতো।’

রানীর জার এলাকার তোফাজ্জল হোসেন বলেন, ‘ভিএম সম্পর্কে আগে থেকে অভিজ্ঞতা থাকলে ভোটারদের জন্য ভালো হতো। অনেকে ইভিএম মেশিন দেখেননি। এ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতীকী প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাঁরা ভোট দিতে আসবেন, তাঁদের বুঝিয়ে দেওয়া হবে। এতে কোনো সমস্যা হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত