Ajker Patrika

হরমোনের তারতম্য়ে ব্রণ হয়

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১২: ৫০
হরমোনের তারতম্য়ে ব্রণ হয়

প্রশ্ন: পায়ুপথের মুখে একটুখানি মাংস নিচের দিকে নেমে গেছে। মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য হলে এই মাংসল অংশ একটু ফুলে যায়। মাঝে মাঝে চুলকায়। এটা ছাড়াও নরম আঁচিলের মতো আরও কয়েকটা জিনিস আছে আশপাশের ত্বকে। এগুলো কী? কোন ধরনের চিকিৎসা প্রয়োজন।

নাসিমা খন্দকার, পিরোজপুর

এটা সাধারণত এনাল ফিশারের জন্য হতে পারে। আপনার উপসর্গের কথা শুনে মনে হচ্ছে, এটা এনাল ফিশার ও সেন্টিনেল পাইলস হতে পারে। এটা যদি দীর্ঘদিন ধরে হয়ে থাকে, তাহলে আপনার অপারেশনেরও প্রয়োজন হতে পারে। সমস্যা সমাধানে দ্রুত চিকিৎসক দেখাতে হবে এবং পরীক্ষা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

ডা. মো. নাজমুল হক মাসুম, জেনারেল ও কোলোরেকটাল সার্জন, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ

প্রশ্ন: আমি একসময় মানসিকভাবে ভীষণ অসুস্থ ছিলাম। এখন ভালো আছি। আমি অনেক ভয়, সন্দেহ ও মাইগ্রেনের সমস্যায় ছিলাম। কিন্তু মাঝেমধ্যে মনে হয়, আমার আগের মতো সন্দেহ কাজ করছে, ভয় হচ্ছে, মাথাব্যথা হচ্ছে। তবে আগের মতো অসুস্থ হচ্ছি না। কী করতে পারি?

মোহাম্মাদ কাওসার, ই- মেইলে পাঠানো প্রশ্ন

আপনার অসুস্থতাটা কোন ধরনের ছিল, সেটা জানতে পারলে সুবিধা হতো। এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন? কোনো চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন? যেহেতু আপনি বলছেন ভয় এবং সন্দেহ কাজ করছে, তার সঙ্গে মাথাব্যথা আছে। অর্থ মনের চাপ আপনার শরীরে হয়তোবা প্রভাব ফেলছে। কাজেই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। কখনো কখনো সন্দেহ করা বাতিকগ্রস্ততার পর্যায়ে পৌঁছে যায়। এখানে এ রকম কোনো ঘটনা আছে কি না, একটু কি নিজের চোখে আয়না ধরবেন? আপনার কি সন্দেহের কোনো কারণ আছে? নাকি আপনি ভাবছেন অবচেতনভাবে?

আপনি বলেছেন, আপনার ভয় হচ্ছে। এই ভয়টা কোন কারণে তৈরি হচ্ছে? সে ব্যাপারে একটু বিশদ আলোচনা করলে ভালো হতো। এ প্রসঙ্গে পেশাগত সাহায্য নেওয়া জরুরি মনে করছি। আপনি নিজেই যে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিচ্ছেন, এই প্রচেষ্টা খুব ভালো। 

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক, কাউন্সেলর সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি

প্রশ্ন: আমার বয়স ১৬ বছর। শীত এলেই মুখের ত্বক শুষ্ক হয়ে যায়। তাই গোসলের পর ও রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল দিই। অলিভ অয়েলে এই শুষ্কতা দূর হলেও ছোট ছোট ঘামাচির মতো বের হয়। এতে ত্বক কালচে দেখায়। টিনএজার হিসেবে কী ব্যবহার করলে মুখের ত্বকের শুষ্কতা দূর এবং ত্বক মসৃণ হবে?

নিলা, ঢাকা, ই- মেইলে  পাঠানো প্রশ্ন

শীতকালে বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা কমে যায় বলে ত্বক স্বাভাবিকভাবেই শুষ্ক হয়ে পড়ে। আর যাঁদের ত্বক স্বাভাবিকভাবে শুষ্ক, তাঁরা এ সময়ে আরও বেশি শুষ্কতা অনুভব করেন। টিনএজারদের হরমোনের তারতম্য়ের কারণে এমনিতেই ব্রণ দেখা দেয়। যাঁদের ত্বক শুষ্ক তাঁরা শীতকালে ভুলে মুখে নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করেন। আবার যাঁদের ত্বক তৈলাক্ত, তারাও ভুলে এ কাজ করেন।

এসব তেল ময়েশ্চারাইজার হিসেবে শরীরের ত্বকের জন্য ভালো। কিন্তু মুখে ব্যবহার করলে লোমকূপ বন্ধ হয়ে ব্রণের উদ্রেক ঘটে। অনেক সময় অলিভ অয়েল ব্যবহারের কারণেও মুখের ত্বকে ঘামাচির মতো সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া এগুলো অ্যালার্জিজনিত কারণেও হতে পারে। এই বয়সে শুষ্ক ত্বকের অধিকারীরা ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে এরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। শুষ্ক ত্বকের জন্য ত্বক বিশেষজ্ঞরা সাধারণত পানি, গ্লিসারিন, সেরামাইট, গ্লিসারিন ও ফ্যাটি অ্যাসিড রয়েছে—এমন ময়েশ্চারাইজার ব্যবহার 
করার পরামর্শ দেন। এসব উপাদান ত্বকে পানির ভারসাম্য বজায় রাখে এবং ত্বক শুষ্ক হতে দেয় না। 

ডা. তাওহীদা রহমান ইরিন, চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল বাংলাদেশ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত