Ajker Patrika

‘গুনিন’ আসছে সিনেমা হলে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২৬
‘গুনিন’ আসছে সিনেমা হলে

২০ ফেব্রুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা গুনিন। শিগগিরই সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

গুনিন সিনেমার মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও পরীমণি। শরিফুল রাজ অভিনয় করেছেন রমিজ চরিত্রে আর পরীমণি রাবেয়া চরিত্রে। এই সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয় হয় রাজ ও পরীমণির। পরিচয় থেকে প্রণয়, অতঃপর পরিণয়। সিনেমার রাবেয়া-রমিজ এখন বাস্তবে বেঁধেছেন সংসার। গুনিন সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। অন্যান্য চরিত্রে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সেন্সর বোর্ডের দু-একজন আমাকে জানিয়েছেন যে সিনেমাটা তাঁদের খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি সিনেমা হলে মুক্তি পাবে গুনিন। হলে চলার পর সিনেমাটি আবার চরকির পর্দায় দেখতে পারবে দর্শক।’

হাসান আজিজুল হকের ছোট গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে গুনিন সিনেমার গল্প। এবারই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত