Ajker Patrika

মেলান্দহে বাড়তি মজুরিতেও মিলছে না ধানকাটা শ্রমিক

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২২, ১৭: ০৬
মেলান্দহে বাড়তি মজুরিতেও মিলছে না ধানকাটা শ্রমিক

জামালপুরের মেলান্দহে শ্রমিক সংকটের কারণে বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। অতিরিক্ত মজুরি দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক। এমন পরিস্থিতিতে কৃষকেরা পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় আছেন। উপজেলা কৃষি অফিস থেকে বলা হয়েছে, উপজেলায় বোরো ধান চাষ হয়েছে ৩০ হাজার ২০০ হেক্টর জমিতে। প্রায় ৭০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এখন বেশির ভাগ শ্রমিক বিভিন্ন পেশায় চলে গেছে। তাই শ্রমিক সংকট দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকেরা বলছেন, চলতি মৌসুমে বোরো ধান আবাদ ভালো হয়েছে। কিন্তু এখন ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। এই সংকটের মধ্যে দফায় দফায় বৃষ্টিতে পানি জমে পাকা ধান নষ্ট হচ্ছে। প্রতিদিন বৃষ্টির আশঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকেরা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার আদ্রা, ঘোষেরপাড়া, ফুলকোচ, ঝাউগড়া ইউনিয়নের কৃষকেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। খেতে পাকা ধান শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না। ঝড়-বৃষ্টিতে মাটিতে পড়ে গেছে ধান। নিচু খেতে বৃষ্টির পানি জমে ধান নষ্ট হতে শুরু করেছে।

আদ্রা ইউনিয়নের কৃষক শেখ ফরিদ বলেন, ‘গত বছরের তুলনায় এ বছরের শ্রমিকের মজুরি বেশি। এ বছর একজন শ্রমিকের মজুরি ১ হাজার-১ হাজার ২০০ টাকা। দিনে একজন শ্রমিক ৫-৬ শতাংশ জমির ধান‌ কাটতে পারেন। আমি ৫২ শতাংশ জমিতে ধান লাগিয়েছি।’

ধান হবে ৩০-৩৫ মণ। শ্রমিক লাগবে ১০ জন। ধান এখন বিক্রি হচ্ছে ৬৫০ টাকা মণ। ধান লাগানো থেকে শুরু করে কাটা পর্যন্ত যে টাকা খরচ হয়। তা হিসেব করে দেখি ধান বিক্রি করেও লাভ হয় না।’

ঘোষেরপাড়া ইউনিয়নের কৃষক বাচ্চু মিয়া বলেন, ‘আমি ৭ পাহি (৩৬৪ শতাংশ) জমিতে বোরো ধান আবাদ করেছি। ধান আরও ৭ দিন আগে পাকছে। শ্রমিকের অভাবে ধান কাটবার পারতাছি না। আমরা দুই ভাই এখন কাটা শুরু করেছি। দুই দিন শ্রমিকের বাজারে গেলাম শ্রমিক নিতে। কিন্তু মজুরি এক হাজার টাকা করে। সব খেতের ধান মাটিতে পড়ে গেছে। ধান কাটার অভাবে খেতেই নষ্ট হবে।’

ছবিলাপুর এলাকার কৃষক আলম মিয়া বলেন, ‘আমি ৫২ শতাংশ জমিতে বোরো ধান লাগিয়েছি। ১২ হাজার টাকা খরচ হয়েছে। এখন ধান কাটার খরচ লাগবে প্রায় ১০ হাজার টাকা। সর্বোচ্চ ধান হবে ৩৫ মণ। ৭০০ টাকা মণ ধান বিক্রি হচ্ছে। সব মিলিয়ে হিসেব করে দেখলে বোরো ধান লাগিয়ে লাভ হয় না।’

ধান কাটার শ্রমিক মোস্তফা বলেন, ‘সব খেতের ধান একসঙ্গে পাকছে। আর বৃষ্টিতে সব ধান মাটিতে পড়ে গেছে। খেতে পানি জমে আছে, মাটিতে পড়া ধান এখন পচতে শুরু করেছে।’

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২০ হাজার ৩২০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাষ হয়েছে ২০ হাজার ২০০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ১২০ হেক্টর চাষ কম হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘প্রায় ৭০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। শ্রমিক সংকটের কথা শোনা যাচ্ছে। বেশির ভাগ শ্রমিক অন্য পেশায় চলে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত