Ajker Patrika

আ.লীগের তৃণমূলের ভোটগ্রহণ স্থগিত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৪: ৩৩
আ.লীগের তৃণমূলের ভোটগ্রহণ স্থগিত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফেনীর দাগনভূঞা উপজেলার ছয় ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের তৃণমূলের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। গতকাল রোববার তৃণমূলের এই ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

এদিকে ছয় ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২৮ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বৃহস্পতি থেকে গত শনিবার পর্যন্ত চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যসচিব একে শহীদ উল্যাহ খোন্দকার বলেন, দাগনভূঞা উপজেলার ছয় ইউপিতে ২৮ জন সম্ভাব্য প্রার্থী ফেনী পৌরসভা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। গতকাল রোববার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তৃণমূলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। প্রতিটি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ভোট দেবেন। তাঁদের ভোটে একজনকে দলীয় চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করা হবে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান মাস্টার আলী হায়দার জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী স্থানীয় বোর্ড থেকে সম্ভাব্য প্রার্থীরা দলীয় আবেদনপত্র গ্রহণ ও জমা দেবেন। তফসিল ঘোষণার পর তৃণমূলের ভোটাভুটিতে যিনি প্রথম হবেন তাঁকে প্রার্থী করার জন্য জেলা থেকে সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হবে। তারপর দলীয় সভানেত্রী শেখ হাসিনা চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন।

প্রসঙ্গত, দাগনভূঞা উপজেলার আট ইউপি মধ্যে ছয়টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার অপর দুটির (সদর ও রামনগর ইউনিয়ন) মেয়াদ আরও তিন বছর বাকি থাকায় এ ধাপে নির্বাচন হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত