Ajker Patrika

২২০০ মিটার আরসিসি সড়ক নির্মাণ উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৪: ০৪
২২০০ মিটার আরসিসি সড়ক নির্মাণ উদ্বোধন

ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) ২ হাজার ২০০ মিটার আরসিসি সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে ৫টি আরসিসি সড়ক গত রোববার বিকেলে উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।

মসিক সূত্রে জানা গেছে, নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের মাসকান্দা আকন্দবাড়ী হতে ঢাকা রোড পর্যন্ত আরসিসি সড়ক, বাবুজান মণ্ডল সড়ক, দিঘারকান্দা ঢাকা রোড থেকে আছিম উদ্দীনের বাড়ি, ঢাকা রোড আবুল হোসেনের বাড়ি ও নামাপাড়া থেকে বাইপাস পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা।

উদ্বোধনের সময় ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মনোয়ার হোসেন বিপ্লব, সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন ও মো. জহিরুল হক, স্থানীয় সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র টিটু বলেন, প্রতিটি ওয়ার্ডে উন্নত সড়ক, ড্রেনেজ অবকাঠামো তৈরি, নাগরিক সেবা, নতুন ট্রাক টার্মিনাল নির্মাণ, শিশু পার্ক নির্মাণসহ বর্জ্যমুক্ত নগরী গড়তে কাজ করা হচ্ছে।

মসিক সর্বকনিষ্ঠ হলেও নাগরিক সেবায় দেশের মডেল হয়ে উঠবে। উন্নয়ন বহু মানুষের স্বপ্ন ও নাগরিকের রাজস্বের ওপর ভিত্তি করে হয়ে থাকে। নির্মাণকাজ চলাকালে কাজকে বাধাগ্রস্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত