Ajker Patrika

নদী-বন-পাহাড়ের ‘আই লাভ কাপ্তাই’

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২: ২৫
নদী-বন-পাহাড়ের ‘আই লাভ কাপ্তাই’

রাঙামাটির কাপ্তাই উপজেলার জিরো পয়েন্টের কাছেই অবস্থিত সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়। এর বিপরীতে কর্ণফুলী নদীর ধারে তৈরি করা হয়েছে ‘আই লাভ কাপ্তাই’ নামে জলারণ্য ভিউ পয়েন্ট।

একদিকে নদী, তার ওপারে সবুজ বন। এ স্থানে নান্দনিক স্থাপনাটি ইতিমধ্যে পথচারী ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগ নির্মিত স্থাপনাটিকে বলা হচ্ছে কাপ্তাইয়ের ট্রেড মার্ক।

উপজেলার টিআর প্রকল্প থেকে গত বছরের ডিসেম্বরে ভিউ পয়েন্ট তৈরির কাজ শুরু হয়। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝিতে এর নির্মাণ শেষ হয় বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ‘আই লাভ কাপ্তাই’ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. জসিম উদ্দিন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক কবির হোসেন বলেন, ‘প্রতিদিন সকালে প্রাত ভ্রমণে বের হলে এটি আমাদের চোখে পড়ে। কাপ্তাইকে সবার সামনে তুলে ধরা জন্য ইউএনওর এই উদ্যোগ প্রশংসনীয়।’

ইউএনও মুনতাসির জাহান বলেন, ‘এখানে একসঙ্গে নদী, অরণ্য আর পাহাড়ের অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। তাই এই জায়গায় ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে। এই জায়গায় পর্যটকেরা এসে দাঁড়াবেন, কাপ্তাইয়ের প্রতি মমতা তৈরি হবে। এতেই আমাদের সার্থকতা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত