Ajker Patrika

সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

জসিম উদ্দিন, নীলফামারী
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ৪৯
সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

নীলফামারীর সৈয়দপুরের পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এর মধ্যে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৫ প্রার্থী প্রচার ও গণসংযোগ শুরু করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার মনোভাব নিয়ে মাঠে রয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া জামায়াত নেতার ছেলেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী করার ঘোষণায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে কামারপুকুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক চান ছয়জন। তাঁরা হলেন আনোয়ার হোসেন, জিকো আহমেদ, রইচ উদ্দিন মতি, রেজাউল করিম কাজল, গোলজার হোসেন ও পল্লি চিকিৎসক গোপাল চন্দ্র সিং। খাতামধুপুর ইউনিয়নে নৌকা চান তিনজন।

তাঁরা হলেন মাসুদ রানা পাইলট, হাসিনা বেগম ও সোহেল আহমেদ। কাশিরাম বেলপুকুর ইউনিয়নে নৌকার মনোনয়ন চান পাঁচজন। তাঁরা হলেন বুলবুল আহমেদ চৌধুরী, সার্জেন্ট (অব.) সামসুল আলম, রাকিব হোসেন শোভন, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোকলেছুর রহমান ও সাদেকুল ইসলাম মানিক। বোতলাগাড়ী ইউনিয়নে আটজন চান নৌকা প্রতীক। তাঁরা হলেন প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু, মনিরুজ্জামান জুন, ওয়াহেদুজ্জামান, স্বপন প্রামাণিক, হাবিব চৌধুরী, বাবুল সরকার, রেজাউল চৌধুরী রেজা ও আল আমিন শিকদার। বাঙ্গালীপুর ইউনিয়নে নৌকা চান তিনজন। তাঁরা হলেন ডা. শাহাজাদা সরকার, মেহেদি হাসান সুরজ মণ্ডল ও প্রনোবেশ চন্দ্র বাগচি।

সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন জানান, ইউপি নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা তৃণমূল নেতা-কর্মীদের সিদ্ধান্তের ভিত্তিতে কেন্দ্রে পাঠানো হবে। এ প্রক্রিয়ায় দলের জন্য ত্যাগী ও পরিচ্ছন্ন নেতারাই মনোনয়ন পাবেন নিশ্চিত।

এদিকে নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাংসদ আদেলুর রহমান আদেল কাশিরাম বেলপুকুর ইউপি নির্বাচনে স্থানীয় জামায়াতের রুকন কাজী মোতাহার হোসেনের পুত্র কাজী মনিরুজ্জামান বাদশাকে জাপার প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ায় দলের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়।

তবে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সিদ্দিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কথা না বলে সাংসদের এমন সিদ্ধান্ত হঠকারিতার শামিল। জামায়াত নেতার পুত্র জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত নন। নির্বাচনের জন্য বহু ত্যাগী নেতা রয়েছেন।

অন্যদিকে দলগতভাবে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পর্যায়ে অনেক নেতা ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করছেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, ‘কেউ যদি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে চায়, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। কেন্দ্রীয় সিদ্ধান্তে আমরা দলীয়ভাবে নির্বাচনে যাব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত