কোটি টাকার আর্থিক পুরস্কার
সাফজয়ী নারী ফুটবল দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল ৫০ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে এই ঘোষণা দিয়েছেন। পরে সাবিনাদের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন বাফুফে সহসভাপতি আতাউর রহমানও। তিনিও নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আর্থিক পুরস্কারের ঘোষণা এসেছে এনভয় ও তমা গ্রুপের পক্ষ থেকেও।
রুপনাকে প্রধানমন্ত্রীর উপহার
রাঙামাটির নানিয়ারচর উপজেলার মূল সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রুপনা চাকমার বাড়ি। দুর্গম কাঁচা পথ ও বাঁশের তৈরি সাঁকো পেরিয়ে যেতে হয় সেখানে। বাংলাদেশ দল সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার পরদিনই রুপনার বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে অভিনন্দন জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান। দিয়েছেন আর্থিক অনুদান। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থায়ী ঘর পাচ্ছেন টুর্নামেন্ট-সেরা গোলরক্ষক। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান।
আহত ঋতুপর্ণা
শিরোপা নিয়ে বীরের বেশে নেপাল থেকে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রওনা দেয় বাফুফে ভবনের উদ্দেশে। এমন উৎসবমুখর দিনে এক দুঃসংবাদ—রাস্তায় থাকা বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তখনই টিম বাস থেকে তাঁকে নামিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বাফুফে সূত্রে জানা গেছে, ঋতুপর্ণার কপালে তিনটি সেলাই পড়েছে। মাথায় ব্যান্ডেজ লাগানোর পর হাসপাতালও ছেড়েছেন তিনি।
সাদামাটা বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হচ্ছে সাবিনাদের ঘর। শিরোপাজয়ী মেয়েদের বরণ করে নিতে সেই ‘ঘর’ বিশেষভাবে সেজে উঠবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাফুফেতে গতকাল দেখা গেল ভিন্ন ছবি। গতকাল সকাল থেকেই মূলত সংবাদকর্মীদের ভিড়টাই চোখে পড়ছে। পুরো বাফুফেতে সন্ধ্যা পর্যন্ত ছিল নীরব! এমন উৎসবমুখর দিনেও বাফুফের আয়োজন একেবারেই মলিন-ম্যাড়ম্যাড়ে। দেখে বোঝারই উপায় নেই, এত বড় অর্জনের পর দেশে ফিরছে মেয়েরা।
সেলিব্রিটি চালক
আবুল কালাম ২৪ বছর বাস চালাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি)। দীর্ঘ দুই যুগে কখনোই এমন ঘটনা ঘটেনি ৫০ পেরোনো এই চালকের, যেটি গতকাল ঘটেছে। মেয়েদের ছাদখোলা দোতলা বাস বিমানবন্দর থেকে চালিয়ে এনেছেন তিনিই। মেয়েদের ঐতিহাসিক ছাদখোলা বাস চালিয়ে রীতিমতো ‘সেলিব্রিটি’ বনে গেছেন কালাম। গতকাল সন্ধ্যায় বাফুফে কার্যালয়ের সামনে আজকের পত্রিকাকে বলছিলেন, ‘সারা দিন অনেক ফোন আসছে। আমার মেয়েরা বলতেছে, বাবা তুমি তো সেলিব্রিটি হইয়া
গেছ। টিভি, অনলাইনে তোমার ইন্টারভিউ দেখতেছি। আমার দুই মেয়ে। আজ যখন এই চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে আসতেছিলাম, মনে হচ্ছিল আমার নিজের মেয়েরাই চ্যাম্পিয়ন হয়ে ফিরছে। এটা অনেক বড় গৌরবের অভিজ্ঞতা।’
কোটি টাকার আর্থিক পুরস্কার
সাফজয়ী নারী ফুটবল দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল ৫০ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে এই ঘোষণা দিয়েছেন। পরে সাবিনাদের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন বাফুফে সহসভাপতি আতাউর রহমানও। তিনিও নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আর্থিক পুরস্কারের ঘোষণা এসেছে এনভয় ও তমা গ্রুপের পক্ষ থেকেও।
রুপনাকে প্রধানমন্ত্রীর উপহার
রাঙামাটির নানিয়ারচর উপজেলার মূল সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রুপনা চাকমার বাড়ি। দুর্গম কাঁচা পথ ও বাঁশের তৈরি সাঁকো পেরিয়ে যেতে হয় সেখানে। বাংলাদেশ দল সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার পরদিনই রুপনার বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে অভিনন্দন জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান। দিয়েছেন আর্থিক অনুদান। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থায়ী ঘর পাচ্ছেন টুর্নামেন্ট-সেরা গোলরক্ষক। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান।
আহত ঋতুপর্ণা
শিরোপা নিয়ে বীরের বেশে নেপাল থেকে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রওনা দেয় বাফুফে ভবনের উদ্দেশে। এমন উৎসবমুখর দিনে এক দুঃসংবাদ—রাস্তায় থাকা বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তখনই টিম বাস থেকে তাঁকে নামিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বাফুফে সূত্রে জানা গেছে, ঋতুপর্ণার কপালে তিনটি সেলাই পড়েছে। মাথায় ব্যান্ডেজ লাগানোর পর হাসপাতালও ছেড়েছেন তিনি।
সাদামাটা বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হচ্ছে সাবিনাদের ঘর। শিরোপাজয়ী মেয়েদের বরণ করে নিতে সেই ‘ঘর’ বিশেষভাবে সেজে উঠবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাফুফেতে গতকাল দেখা গেল ভিন্ন ছবি। গতকাল সকাল থেকেই মূলত সংবাদকর্মীদের ভিড়টাই চোখে পড়ছে। পুরো বাফুফেতে সন্ধ্যা পর্যন্ত ছিল নীরব! এমন উৎসবমুখর দিনেও বাফুফের আয়োজন একেবারেই মলিন-ম্যাড়ম্যাড়ে। দেখে বোঝারই উপায় নেই, এত বড় অর্জনের পর দেশে ফিরছে মেয়েরা।
সেলিব্রিটি চালক
আবুল কালাম ২৪ বছর বাস চালাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি)। দীর্ঘ দুই যুগে কখনোই এমন ঘটনা ঘটেনি ৫০ পেরোনো এই চালকের, যেটি গতকাল ঘটেছে। মেয়েদের ছাদখোলা দোতলা বাস বিমানবন্দর থেকে চালিয়ে এনেছেন তিনিই। মেয়েদের ঐতিহাসিক ছাদখোলা বাস চালিয়ে রীতিমতো ‘সেলিব্রিটি’ বনে গেছেন কালাম। গতকাল সন্ধ্যায় বাফুফে কার্যালয়ের সামনে আজকের পত্রিকাকে বলছিলেন, ‘সারা দিন অনেক ফোন আসছে। আমার মেয়েরা বলতেছে, বাবা তুমি তো সেলিব্রিটি হইয়া
গেছ। টিভি, অনলাইনে তোমার ইন্টারভিউ দেখতেছি। আমার দুই মেয়ে। আজ যখন এই চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে আসতেছিলাম, মনে হচ্ছিল আমার নিজের মেয়েরাই চ্যাম্পিয়ন হয়ে ফিরছে। এটা অনেক বড় গৌরবের অভিজ্ঞতা।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪