Ajker Patrika

আবারও বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১১: ০৩
আবারও বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের ইতিহাসটা বেশ পুরোনো। ১৯৭৩ সালে প্রথম যৌথ প্রযোজনায় নির্মিত হয় ‘তিতাস একটি নদীর নাম’। পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক। এমনকি ২০১০ সালের পর যখন ঢাকাই সিনেমা দর্শকখরায় ভুগছিল তখনো আশা দেখাচ্ছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা। ‘শিকারি’, ‘নবাব’, ‘বাদশা’ ও ‘বস ২’ সিনেমাগুলো দারুণ ব্যবসা করার পরেও নানা অনিয়ম, অভিযোগ আর আমলাতান্ত্রিক জটিলতার কারণে থেমে যায় যৌথ প্রযোজনা। নির্মাতা-প্রযোজকেরা বলছেন নতুন নীতিমালা বড্ড জটিল!

আশার কথা হচ্ছে, আবারও শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা। ‘স্পর্শ’ নামের সিনেমাটি নির্মাণ করবেন অনন্য মামুন। বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে তৈরি হবে ‘স্পর্শ’। অনন্য মামুনের সঙ্গে পরিচালনার দায়িত্বে আছেন কলকাতার অভিনন্দন দত্ত। অনন্য মামুন বলেন, ‘যৌথ প্রযোজনার কাজ আগেও করেছি।

এবারের নীতিমালা ও নির্মাণ প্রক্রিয়া বেশ টেকসই। আমার ধারণা, এই ছবিটি দিয়ে আবারও দুই বাংলাকে একসুতোয় গাঁথতে পারব।’

অনন্য মামুনকারা থাকছেন এই সিনেমায়—এমন প্রশ্নের উত্তরে এ নির্মাতা বলেন, ‘নায়ক হিসেবে নিরব চূড়ান্ত হয়েছেন। থাকছেন সুমিত সেন গুপ্ত, ফারহান খান রিও। নিরবের বিপরীতে থাকছেন দুই বাংলার দুজন নায়িকা। এ ছাড়া দুই বাংলার অন্য অভিনেতাদের নাম দ্রুতই জানানো হবে গণমাধ্যমে।’

নিরব বলেন, ‘অনেক দিন পর দেশে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ হতে যাচ্ছে। ভালো লাগছে সিনেমাটিতে যুক্ত হতে পেরে। আশা করছি, নতুন এই অভিজ্ঞতা আমার জন্য প্রাপ্তি বয়ে আনবে।’ জানা গেছে, এ মাসের শেষের দিকেই শুরু হবে সিনেমার কাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত