Ajker Patrika

পরিবর্তনের ধাক্কায় বরিশাল বিএনপিতে চাপা অস্থিরতা

খান রফিক, বরিশাল
পরিবর্তনের ধাক্কায় বরিশাল বিএনপিতে চাপা অস্থিরতা

বরিশালে বিএনপির রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। দলটির দক্ষিণে নতুন আহ্বায়ক কমিটির দুই দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার নগরের দলীয় কার্যালয়ে রাজসিকভাবে বরণ করে নেওয়া হয় আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানকে। এদিকে মাত্র এক বছরের মধ্যে কেন্দ্র থেকে দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার ধাক্কায় অন্য ইউনিটেও চাপা অস্থিরতা বিরাজ করছে।

গতকাল সকালে কয়েক শ মোটরসাইকেল নিয়ে নগরীতে মহড়া দিয়েছেন নবগঠিত বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক আবুল হোসেন খান। দলীয় কার্যালয়ে পৌঁছে এক সভায় শুভেচ্ছা বক্তব্যে সবাইকে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন আবুল হোসেন খান। এ সময় তাঁর সঙ্গে নবগঠিত কমিটির সদস্যসচিব আবুল কালাম শাহিনসহ বিলুপ্ত কমিটির কিছু সদস্য ছিলেন।

দক্ষিণ বিএনপির বিলুপ্ত কমিটির সদস্য মাহমুদ বিল্লাহ বলেন, কমিটিতে এই যে পরিবর্তন এসেছে তাতে নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে।

নগর বিএনপির দায়িত্বশীল এক সদস্য বলেন, দক্ষিণে যে অনিয়ম হয়েছে একই অনিয়মে নগরেও বিক্ষোভ হয়েছিল। এ ঘটনায় বঞ্চিত নেতা-কর্মীরা এখন সোচ্চার। এর পরিপ্রেক্ষিতে নেতা-কর্মীদের চাঙা রাখতে বুধবার রাতে দলীয় কার্যালয়ে উপস্থিত হন নগর বিএনপির শীর্ষ কয়েক নেতা। সেখানে ছিলেন এমন কয়েক নেতা বলেন, দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে দল। এর প্রভাবে নগর কমিটির নেতা-কর্মীরা যাতে মনোবল না হারান এ জন্য নেতারা দলীয় কার্যালয়ে এসেছিলেন।

জানতে চাইলে বরিশাল নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, যাঁরাই দলের সিদ্ধান্তের বাইরে কর্মকাণ্ড করবেন, তাঁদের জন্য এই পরিবর্তন অশনিসংকেত।

জানা গেছে, উত্তর জেলা বিএনপিতেও এই পরিবর্তনে অস্থিরতা দেখা দিয়েছে। দলের বঞ্চিত একাধিক নেতা বলেছেন, উত্তরে যেভাবে স্বেচ্ছাচারিতা চলছে তাতে পরিবর্তন অবশ্যম্ভাবী।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এ প্রসঙ্গে বলেন, কিছু অভিযোগের কারণে দক্ষিণের কমিটি এক বছরের মাথায় বিলুপ্ত করে নতুন কমিটি করে দিয়েছে কেন্দ্র।

এটা সব ইউনিটের জন্য একটি ম্যাসেজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত