Ajker Patrika

অস্ত্র ঠেকিয়ে ডাকাতি আহত ১, টাকা লুট

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৫: ১৭
অস্ত্র ঠেকিয়ে ডাকাতি  আহত ১, টাকা লুট

যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীর বাড়ির ছয় সদস্যকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক ব্যবসায়ী মো. ওহাব শেখকে কুপিয়ে আহত করা হয়েছে। লুট করে নিয়ে গেছে নগদ অর্থ ও স্বর্ণালংকার। গত বুধবার দিবাগত রাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচকবর এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাড়ির মালিক আহত ওহাব শেখ আজকের পত্রিকাকে জানান, রাত আনুমানিক ৪টার দিকে খাবার ঘরের জানালার গ্রিল কেটে ৭ থেকে ৮ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। তাঁরা অস্ত্রের মুখে প্রথমে আমাকে জিম্মি করেন। পরে বাড়ির অন্য ছয়জনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে আলমারি থেকে নগদ ৪০ হাজার টাকা ও ৮ থেকে ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নেন। এ সময় বাধা দিলে ডাকাত দলের এক সদস্যের হাতে থাকা রামদা দিয়ে আমাকে কুপিয়ে জখম করেন। আমার চিৎকারে প্রতিবেশী সত্তার মুন্সীর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও জিম্মি করে তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেন ডাকাতেরা।

তিনি আরও জানান, ডাকাত দল আনুমানিক ৩০ মিনিট ঘরের মধ্যে লুটপাট চালায়। ডাকাতি শেষে তাঁরা ঘটনাটি পুলিশকে জানালে সপরিবারে হত্যার হুমকি দিয়ে যশোর-খুলনা মহাসড়কের দিকে চলে যায় ডাকাত দল।

ওই ওয়ার্ডের কাউন্সিলর মোস্তফা কামাল ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমাদের ওয়ার্ডে চুরি-ডাকাতির ঘটনা বিরল। এই ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের নজরদারি ও রাতে টহল বাড়াতে হবে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ‘বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী মো. ওহাব শেখের বাড়ি পরিদর্শন করা হয়েছে। এর সঙ্গে কারা জড়িত তাঁদের খোঁজা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত