Ajker Patrika

কলকাতায় অপুর ব্যস্ততা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪০
কলকাতায় অপুর ব্যস্ততা

১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত নতুন ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। ওই দিনই কলকাতার বিমান ধরতে হয়েছে তাঁকে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে আগে থেকেই কথা চূড়ান্ত ছিল। তাই ইচ্ছা থাকলেও ছবির প্রচারণায় অংশ নিতে পারলেন না। গত শুক্রবার কলকাতার একটি মঞ্চে পারফর্ম করেছেন অপু। পরদিনই গিয়েছেন চব্বিশ পরগনার একটি অনুষ্ঠানে। মঙ্গলবার অংশ নিয়েছেন বশিরহাটের আরেকটি অনুষ্ঠানে। অপু বলেন, ‘বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে বাংলাদেশি সিনেমার অনেক ভক্ত আছেন। এখানেও মানুষ আমাকে চেনেন। এটা দেখে বেশ ভালো লেগেছে।’

আরও কয়েকটি স্টেজ শোতে অংশ নেওয়ার প্রস্তাব থাকলেও সফর তালিকা সংক্ষিপ্ত করে অপু ফিরছেন ঢাকায়। অপু বলেন, ‘শুক্রবার বগুড়ার মধুবন সিনেমা হলে যাব। ওই হল থেকে আমাদের পুরো টিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। তা ছাড়া বগুড়া আমার নিজের জেলা। নিজের শহরের দর্শকের সঙ্গে বসে ছবিটি উপভোগ করতে চাই। এরপর ঢাকায় এসে কয়েকটি হলে যাওয়ার পরিকল্পনা আছে। নতুন সিনেমা নিয়ে কথা হয়েছে, সেগুলোও চূড়ান্ত করতে হবে।’

অপু বলেন, ‘ভারতের শোগুলোর জন্য আগে থেকেই চুক্তিবদ্ধ ছিলাম। তাই না করতে পারিনি। তা না হলে সিনেমার প্রচারের পুরোটা সময় দেশে থাকতাম। তবে যখনই সুযোগ হয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নিয়ে নানা মাধ্যমে কথা বলছি। অনেক দিন পর আমার একটি ছবি মুক্তি পেয়েছে। খারাপ লাগছে মধুমিতা হলে ছবির গ্র্যান্ড ওপেনিংয়ে থাকতে না পারায়।’

টালিগঞ্জের সিনেমায় অভিনয়ের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান অপু। তিনি বলেন, ‘সঙ্গে করে কয়েকটা পাণ্ডুলিপি নিয়ে যাব ঢাকায়। পড়ে দেখব, ভালো লাগলে আবার কলকাতার ছবিতে কাজ করব।’

এর আগে নচিকেতা চক্রবর্তীর গল্প অবলম্বনে সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’-এ অভিনয় করেছেন অপু। এটিই টালিগঞ্জে অপুর প্রথম সিনেমা। তাঁর সহশিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি এখনো মুক্তি পায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত