রানা আব্বাস, দুবাই থেকে
ডিপ মিড উইকেটের ওপর দিয়ে শাহিন আফ্রিদিকে ৯৬ মিটার দূরে যখন আছড়ে ফেললেন ম্যাথু ওয়েড, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম তখন ডুবে গেছে আশ্চর্য নীরবতায়। গ্যালারিপূর্ণ পাকিস্তানি সমর্থকদের সঙ্গে প্রেসবক্সে পাকিস্তানি সাংবাদিকদেরও উত্তেজনা অনেকটাই মিইয়ে এসেছে।
হতাশা আর অবিশ্বাসের চোখে পাকিস্তানি সমর্থকেরা শাপ-শাপান্ত করছে হাসান আলীকে; যিনি শাহিনের করা ১৮.৩ ওভারে ডিপ মিডউইকেটে ওয়েডের ক্যাচ ছেড়েছেন। ম্যাচে দুই দলের ফিল্ডাররাই একাধিক ক্যাচ ফসকেছেন। কিন্তু এই ক্যাচটা ছিল সবচেয়ে মূল্যবান। হাসান ক্যাচ হাতছাড়া করাতেই ওয়েড যেন সংকেত পেয়ে গেলেন—ম্যাচটা এবার নিজেদের করে নাও! অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটার গত পরশু নিউজিল্যান্ড ম্যাচেই দেখেছেন শেষ ওভারের জন্য কাজ ফেলে রাখতে নেই। ১২ বলে ২২ রানের সমীকরণ ওয়েড মিলিয়ে দিয়েছেন ১৯তম ওভারের শেষ তিন বলে টানা তিন ছক্কা মেরে। দুবাইয়ে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ৫ উইকেটের জয় নিশ্চিত হতেই পাকিস্তান শিবিরে যখন মৌনতা, অস্ট্রেলিয়া দলে তখন উচ্ছ্বাসের ঢেউ—যে ঢেউয়ের রং শুধুই হলুদ। দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার ফাইনালে ওঠায় রোববার শিরোপা লড়াইটা হয়ে গেলে আন্ততাসমান লড়াই!
টস জিতে দুবাইয়ে গতকাল অস্ট্রেলিয়া দল যে ফিল্ডিং নেবে, অনুমিতই ছিল। শিশির ফ্যাক্টর তো ছিল। রেকর্ডও অস্ট্রেলীয়কে উদ্বুদ্ধ করেছে ফিল্ডিং নিতে, দুবাইয়ে সর্বশেষ ১২ টি-টোয়েন্টির ১১টিই জিতেছে পরে ব্যাটিং করা দল। কিন্তু পাকিস্তানের ব্যাটাররা যেন এই রেকর্ডকে বুড়ো
আঙুল দেখানোর চ্যালেঞ্জটাই নিয়েছিলেন। সেমিফাইনালের আগে ফ্লুতে আক্রান্ত মোহাম্মদ রিজওয়ান অনিশ্চয়তা কাটিয়ে খেললেন ৬৭ রানের ঝকঝকে এক ইনিংস। বাবর আজমের সঙ্গে ওপেনিং জুটিতে এনে দিলেন ৭১ রানের অসাধারণ এক শুরু।
প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিজওয়ানের এক পঞ্জিকাবর্ষে হাজার রান, বাবরের এই সংস্করণে দ্রুততম ২৫০০ রান—এসব মাইলফলকের রাতে আলো ছড়ালেন ফখর জামানও। তিনে নেমে তাঁর ৩২ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসটা শুধু মুগ্ধতাই ছড়াল।
অস্ট্রেলিয়াকে ১৭৭ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তান যখন এক যুগ পর ফের ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর, তখন অস্ট্রেলিয়ার ভাবনায় বোধ হয় ছিল সেন্ট লুসিয়া। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। অস্ট্রেলিয়াকে ১৯২ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তান। কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে সে ম্যাচে ১২.৩ ওভারে ১০৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল অস্ট্রেলিয়া। গতকালও দৃশ্য অনেকটা তেমনই। পাকিস্তানি বোলারদের বিশেষ করে লেগ স্পিনার শাদাব খানের দুর্দান্ত বোলিংয়ে (৪/২৬) ১২.২ ওভারে ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সামনে কঠিন হয়ে যায় জয়ের পথ।
২০১০ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার লোয়ার মিডল অর্ডারে ক্যামেরন হোয়াইট-মাইক হাসি যে কাজটা করেছিলেন, গতকাল সেটিই করলেন ওয়েড আর মার্কাস স্টয়নিস। দুজন যখন উইকেটে আসেন, অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪৬ বল ৮১ রান। দলটা অস্ট্রেলিয়া—তীব্র স্নায়ুচাপে দুর্দান্ত খেলার ইতিহাস যাদের সমৃদ্ধ। সে ইতিহাসের ধারাবাহিকতা ধরে রেখে স্টয়নিস খেললেন ৩১ বলে অপরাজিত ৪০ আর ওয়েড ৪১ রানের ঝড় তুললেন ১৭ বলে।
রোমাঞ্চকর দুটি সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে ওঠা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কার হাতে উঠছে শিরোপা, জানা যাবে পরশু। তবে এটা তো নিশ্চিত—নতুন এক চ্যাম্পিয়ন পাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ডিপ মিড উইকেটের ওপর দিয়ে শাহিন আফ্রিদিকে ৯৬ মিটার দূরে যখন আছড়ে ফেললেন ম্যাথু ওয়েড, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম তখন ডুবে গেছে আশ্চর্য নীরবতায়। গ্যালারিপূর্ণ পাকিস্তানি সমর্থকদের সঙ্গে প্রেসবক্সে পাকিস্তানি সাংবাদিকদেরও উত্তেজনা অনেকটাই মিইয়ে এসেছে।
হতাশা আর অবিশ্বাসের চোখে পাকিস্তানি সমর্থকেরা শাপ-শাপান্ত করছে হাসান আলীকে; যিনি শাহিনের করা ১৮.৩ ওভারে ডিপ মিডউইকেটে ওয়েডের ক্যাচ ছেড়েছেন। ম্যাচে দুই দলের ফিল্ডাররাই একাধিক ক্যাচ ফসকেছেন। কিন্তু এই ক্যাচটা ছিল সবচেয়ে মূল্যবান। হাসান ক্যাচ হাতছাড়া করাতেই ওয়েড যেন সংকেত পেয়ে গেলেন—ম্যাচটা এবার নিজেদের করে নাও! অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটার গত পরশু নিউজিল্যান্ড ম্যাচেই দেখেছেন শেষ ওভারের জন্য কাজ ফেলে রাখতে নেই। ১২ বলে ২২ রানের সমীকরণ ওয়েড মিলিয়ে দিয়েছেন ১৯তম ওভারের শেষ তিন বলে টানা তিন ছক্কা মেরে। দুবাইয়ে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ৫ উইকেটের জয় নিশ্চিত হতেই পাকিস্তান শিবিরে যখন মৌনতা, অস্ট্রেলিয়া দলে তখন উচ্ছ্বাসের ঢেউ—যে ঢেউয়ের রং শুধুই হলুদ। দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার ফাইনালে ওঠায় রোববার শিরোপা লড়াইটা হয়ে গেলে আন্ততাসমান লড়াই!
টস জিতে দুবাইয়ে গতকাল অস্ট্রেলিয়া দল যে ফিল্ডিং নেবে, অনুমিতই ছিল। শিশির ফ্যাক্টর তো ছিল। রেকর্ডও অস্ট্রেলীয়কে উদ্বুদ্ধ করেছে ফিল্ডিং নিতে, দুবাইয়ে সর্বশেষ ১২ টি-টোয়েন্টির ১১টিই জিতেছে পরে ব্যাটিং করা দল। কিন্তু পাকিস্তানের ব্যাটাররা যেন এই রেকর্ডকে বুড়ো
আঙুল দেখানোর চ্যালেঞ্জটাই নিয়েছিলেন। সেমিফাইনালের আগে ফ্লুতে আক্রান্ত মোহাম্মদ রিজওয়ান অনিশ্চয়তা কাটিয়ে খেললেন ৬৭ রানের ঝকঝকে এক ইনিংস। বাবর আজমের সঙ্গে ওপেনিং জুটিতে এনে দিলেন ৭১ রানের অসাধারণ এক শুরু।
প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিজওয়ানের এক পঞ্জিকাবর্ষে হাজার রান, বাবরের এই সংস্করণে দ্রুততম ২৫০০ রান—এসব মাইলফলকের রাতে আলো ছড়ালেন ফখর জামানও। তিনে নেমে তাঁর ৩২ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসটা শুধু মুগ্ধতাই ছড়াল।
অস্ট্রেলিয়াকে ১৭৭ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তান যখন এক যুগ পর ফের ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর, তখন অস্ট্রেলিয়ার ভাবনায় বোধ হয় ছিল সেন্ট লুসিয়া। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। অস্ট্রেলিয়াকে ১৯২ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তান। কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে সে ম্যাচে ১২.৩ ওভারে ১০৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল অস্ট্রেলিয়া। গতকালও দৃশ্য অনেকটা তেমনই। পাকিস্তানি বোলারদের বিশেষ করে লেগ স্পিনার শাদাব খানের দুর্দান্ত বোলিংয়ে (৪/২৬) ১২.২ ওভারে ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সামনে কঠিন হয়ে যায় জয়ের পথ।
২০১০ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার লোয়ার মিডল অর্ডারে ক্যামেরন হোয়াইট-মাইক হাসি যে কাজটা করেছিলেন, গতকাল সেটিই করলেন ওয়েড আর মার্কাস স্টয়নিস। দুজন যখন উইকেটে আসেন, অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪৬ বল ৮১ রান। দলটা অস্ট্রেলিয়া—তীব্র স্নায়ুচাপে দুর্দান্ত খেলার ইতিহাস যাদের সমৃদ্ধ। সে ইতিহাসের ধারাবাহিকতা ধরে রেখে স্টয়নিস খেললেন ৩১ বলে অপরাজিত ৪০ আর ওয়েড ৪১ রানের ঝড় তুললেন ১৭ বলে।
রোমাঞ্চকর দুটি সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে ওঠা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কার হাতে উঠছে শিরোপা, জানা যাবে পরশু। তবে এটা তো নিশ্চিত—নতুন এক চ্যাম্পিয়ন পাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫