Ajker Patrika

অযত্ন-অবহেলায় মুক্তিযুদ্ধ জাদুঘর

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ০০
অযত্ন-অবহেলায় মুক্তিযুদ্ধ জাদুঘর

ভবিষ্যতে কেউ যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে না যায়, সে জন্য স্থাপন করা হয়েছিল উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘরটি। যুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানেই নির্মিত হয় এ স্মৃতিস্তম্ভ। ব্যয় করা হয় ৩৪ লাখ টাকা। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব আর অযত্ন-অবহেলায় সেটি এখন যেনতেনভাবে পড়ে রয়েছে। দুটি আধুনিক শৌচাগারসহ অন্যান্য স্থাপনা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কাছাকাছি সময়ে ভাঙচুর হলেও তা ঠিক কবে হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভটির মূল বেদির অনেক ইট খুলে এখানে-সেখানে ফেলে রাখা হয়েছে। দুটি দোলনার একটি ভেঙে মাটিতে পড়ে আছে। ভাঙচুর করা হয়েছে প্রবেশপথের পাশের জানালার গ্লাস। উত্তর ও দক্ষিণ পাশের দুটি ওয়াশ ব্লক বা শৌচাগারের বেসিন, গ্লাস, কমোড, টাইলস, দরজা ভেঙে মাটিতে ফেলে রাখা হয়েছে। আঘাত করে ক্ষতবিক্ষত করা হয়েছে বিভিন্ন স্থান। দরজা ও বেষ্টনীর কয়েকটি স্থান খুলে ফেলা হয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিক উল্লাহ বলেন, ‘স্মৃতিবিজড়িত এ স্তম্ভটি এভাবে অবহেলায় ও অযত্নে ফেলে রাখায় আমরা ব্যথিত। এটির দায়িত্ব এখন কাদের হাতে, তাও আমরা মুক্তিযোদ্ধারা জানি না। ভাঙচুরের দৃশ্য দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। এটি স্বাধীনতাবিরোধী অশুভ চক্রের কাজ। আমরা চাই দ্রুত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। যথাযথ সম্মানের সঙ্গে সংরক্ষণ করতে হবে এ মূল্যবান স্থাপনা। আমাদের আবেগ ও ইজ্জত নিয়ে যারা খেলার চেষ্টা করবে, তাদের প্রতিহত করতে প্রয়োজনে আমরা আবার মাঠে নামব।’

রায়পুর কামিল মাদ্রাসার (আলিয়া) অধ্যক্ষ নিজাম উদ্দিন বলেন, ‘এখানে বখাটেদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। স্মৃতিস্তম্ভটি এলজিইডির তত্ত্বাবধানে রয়েছে। এই স্থাপনায় হামলার মতো ন্যক্কারজনক কাজের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পদাধিকার বলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অঞ্জন দাশ বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে আমার জানা ছিল না। সরেজমিন পরিদর্শন করে নিন্দনীয় কাজটির সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

এলজিইডির লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী শাহ আলম পাটওয়ারী বলেন, ‘নির্মাণকাজ শেষে স্থাপনাগুলো সংশ্লিষ্ট দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি এখন কোন দপ্তর দেখাশোনার দায়িত্ব পালন করে, তা আমরা নিশ্চিত নই। তারপরও বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত