Ajker Patrika

পুঠিয়ায় অগ্রণী ব্যাংকে হামলা, থানায় মামলা

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১১: ২১
পুঠিয়ায় অগ্রণী ব্যাংকে হামলা, থানায় মামলা

রাজশাহীর পুঠিয়ায় অগ্রণী ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ব্যাংক কর্মকর্তাদের দাবি, লেনদেনের জের ধরে কথা-কাটাকাটি হওয়ায় স্থানীয় এক ব্যবসায়ীর লোকজন এই হামলা চালান। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যাবসায়ী।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে অগ্রণী ব্যাংকের বানেশ্বর শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাতেম আলী বলেন, ‘বানেশ্বর বাজারের স্থানীয় মিলমালিক বাবর আলী তাঁর হিসাব লেনদেন বিষয়ে আলোচনা করার জন্য ব্যাংকে এসেছিলেন। একপর্যায়ে তিনি আমার ওপর ক্ষিপ্ত হন। এরপর তাঁর ছেলে ও আরও কিছু লোকজন এসে অফিসের ভেতরে ভাঙচুর চালান। এ ঘটনায় সন্ধ্যা ৭টার দিকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।’

অভিযুক্ত বাবর আলী বলেন, ‘তুচ্ছ ঘটনায় ব্যাংক কর্মকর্তা আমাকে অপমানজনক কথাবার্তা বলেন। সে সময় আমার ছেলে প্রতিবাদ করলে ব্যাংকের গার্ড ও কর্মকর্তারা আমাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় ধাক্কা লেগে চেয়ার-টেবিল ভেঙে যায়। আবার উল্টো ব্যাংক ম্যানেজার আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ করেছেন।’

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, অগ্রণী ব্যাংকে হামলা ও ভাঙচুরের ঘটনায় ম্যানেজার সন্ধ্যার দিকে থানায় এসেছিলেন। তিনি দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত